বিয়ের পর প্রথম জন্মদিন, কেমন ভাবে সেলিব্রেট করলেন নীল?

দিনভর ইন্ডাস্ট্রির সহকর্মীরা এই বিশেষ দিনে নীলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগী শুভেচ্ছাবার্তা পাঠান। বাড়িতেই বন্ধুদের সঙ্গে লকডাউনের মধ্যেই জন্মদিন কাটিয়েছেন অভিনেতা।

বিয়ের পর প্রথম জন্মদিন, কেমন ভাবে সেলিব্রেট করলেন নীল?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 09, 2021 | 12:14 PM

জন্মদিন। প্রত্যেকের জীবনেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। গতকাল ছিল তাঁর জন্মদিন। ৮ জুন বরাবরই স্পেশ্যাল বার্থডে বয়ের কাছে। কিন্তু এ বছর বিয়ের পর তাঁর প্রথম জন্মদিন ছিল। পাশে ছিলেন দীর্ঘদিনের বান্ধবী তথা সদ্য স্ত্রী হওয়া তৃণা সাহা। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জমেছিল সেলিব্রেশন।

গত সোমবার মধ্যরাতে নীলের জন্য সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেন তৃণা। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। বেলুন দিয়ে ঘর সাজিয়েছিলেন তৃণা। সেখানেই কেক কাটেন নীল। সেই ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তৃণা।

দিনভর ইন্ডাস্ট্রির সহকর্মীরা এই বিশেষ দিনে নীলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগী শুভেচ্ছাবার্তা পাঠান। বাড়িতেই বন্ধুদের সঙ্গে লকডাউনের মধ্যেই জন্মদিন কাটিয়েছেন অভিনেতা।

এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে প্রতিদিন তাঁকে টেলিভিশনের পর্দায় দেখেন দর্শক। লকডাউন শুরু হওয়ার পর থেকে সেই ধারাবাহিকের শুটিং বাড়ি থেকেই করছেন নীল। তাঁকে ক্যামেরায় সাহায্য করছেন তৃণা। কিন্তু গতকাল জন্মদিনের কারণে ছুটি নিয়েছিলেন নীল। তার আগের দিন একটি এনজিওতে শিশুদের সঙ্গে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতেছিলেন অভিনেতা। করোনা পরিস্থিতিতে ইয়াসের তাণ্ডবের পর নিজেদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন দম্পতি। অনুরাগীদেরও তাঁদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছে, চলতি বছরের জন্মদিনটা এনজিওতে শিশুদের সঙ্গে কাটিয়ে অন্য রকম উপলব্ধি হয়েছে অভিনেতার। পাশাপাশি তৃণার উপহার হিসেবে দেওয়া টেলিভিশন পেয়েও আনন্দ পেয়েছেন তিনি।

আরও পড়ুন, ‘রামধনু’র সাত বছর, গার্গীর চোখে কতটা বদল হল ‘মিতালি’র?