বাথরুমে পড়ে গিয়ে আহত হলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায় (Neil Chatterjee)। বাংলা টেলিভিশন দর্শকের কাছে তিনি পরিচিত মুখ। এ দিন সকালে বাড়িতেই দুর্ঘটনা ঘটে। মাথা ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন আগের থেকে অনেকটা ভাল আছেন অভিনেতা।
নীল নিজেই TV9 বাংলাকে বললেন, “সকালে বাথরুমে গিয়েছি। পা স্লিপ করে কলের উপর মাথাটা পরেছে। পাঁচটা স্টিচ দিতে হয়েছে। অনেক রক্ত বেরিয়েছে। দুর্বল লাগছিল। ওষুধ চলছে। এখন বেটার আছি।”
এই মুহূর্তে তিনটি ধারাবাহিক ‘মিঠাই’, ‘কড়িখেলা’, ‘কন্যাদান’-এ অভিনয় করছেন নীল। তিনি জানালেন, ‘মিঠাই’-এ তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও শুটিং প্রতিদিন থাকে না। অন্যদিকে আগামিকাল থেকেই শুট ফ্রম হোম শুরু হবে ‘কড়িখেলা’র।
লকডাউনের পরিস্থিতিতে শুট ফ্রম হোম নিয়ে ফেডারেশন, আর্টিস্ট ফোরামের তরজা গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে এসেছে। নীল জানালেন, শুট ফ্রম হোমে তাঁর আপত্তি নেই। কিন্তু টেকনিশিয়ানদের প্রাপ্য টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি যেন পালন করা হয়। তাঁর কথায়, “সব টেকনিশিয়ান প্রাপ্য টাকা পেয়ে যাবেন। কনফারেন্সে এটাই বলা হয়েছে আমাদের। সেটা হলে আমার আপত্তি নেই। এটা তো পরিবার। আমি খাবার খেলাম, আমার দাদা খেল না। সেটা বিশ্বাস করি না। টেকনিশিয়ান ছাড়া আর্টিস্ট হয় না। আবার উল্টোটাও সত্যি। একে অপরের পরিপূরক।”
আপাতত আগামিকাল থেকে বাড়িতে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নীল। কস্টিউম, মেকআপ, সব কিছুর দায়িত্ব নিজেকেই নিতে হবে। ক্যামেরায় স্ত্রী পৃথা চট্টোপাধ্যায় কিছুটা সাহায্য করবেন বলে জানালেন। পৃথাও পেশায় অভিনেত্রী। গত চার মাস হল বিয়ে করেছেন তাঁরা।
আরও পড়ুন, করোনা আতঙ্কে মুম্বই ছেড়েছেন ধর্মেন্দ্র, দেখুন কোথায় রয়েছেন অভিনেতা