Rubel Das: হাসপাতালে ভর্তি রুবেল, ডেঙ্গির সঙ্গে লড়াই, শ্বেতাকে লিখলেন খোলা চিঠি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 25, 2023 | 3:47 PM

Health Update: রুবেলকে নিয়েই চিন্তায় যে তিনি রাত দিন এক করেছেন এবার প্রকাশ্যে তা নিজেই জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে এক দীর্ঘ পোস্ট করলেন তিনি। যেখানে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করতে দেখা গেল তাঁকে।

Rubel Das: হাসপাতালে ভর্তি রুবেল, ডেঙ্গির সঙ্গে লড়াই, শ্বেতাকে লিখলেন খোলা চিঠি

Follow Us

বছরটা যে মোটেও সুবিধের কাটছে না অভিনেতা রুবেল দাসের, তার প্রমাণ ইতিমধ্যেই পেয়েছেন দর্শকেরা। কিছুদিন আগেই পায়ে চোট পেয়ে বাড়িতে দীর্ঘদিন বসে ছিলেন অভিনেতা। এবার সেই রেশ কাটতে না কাটতেই রুবেল আবারও বিছানায়। এবার তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে। কারণ অভিনেতা ডেঙ্গির সঙ্গে লড়াই করছেন। পাশে সব সময় রয়েছে তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। ফলে তাঁর পুজোটা এবার পঅন্যান্যবারের মতো কখনই কাটেনি। রুবেলকে নিয়েই চিন্তায় যে তিনি রাত দিন এক করেছেন এবার প্রকাশ্যে তা নিজেই জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে এক দীর্ঘ পোস্ট করলেন তিনি। যেখানে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করতে দেখা গেল তাঁকে। যেখানে তাঁর পাশেই রয়েছেন শ্বেতা।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখলেন, শুভ বিজয়া জানাই সকলকে, এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধূ সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল, আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টর এর সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার রক্ত পরীক্ষা, শ্বেত কনিকার মাত্রা কমে যাওয়া নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ । কৃতজ্ঞ তোমার কাছে। যদিও চিন্তার কারণ নেই তাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। পোস্টের শেষে স্পষ্ট করে লিখে দিয়েছেন তিনি এখন সুস্থ রয়েছেন। ভাল রয়েছেন। তাই ভক্তরা উদ্বেগ প্রকাশ করলেও তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

Next Article
Idhika Pal: ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জেরবার ইধিকা, একটি অকেজো হলে খুলে যায় আরও অনেক
Devlina-Gourav: দশমীতে সিঁদুর খেলা, হুল্লোরে মাতলেন দেবলীনা-গৌরব