দীর্ঘ এক মাসের লড়াই শেষ, বাবাকে হারালেন রুদ্রজিৎ
এ ব্যাপারে টিভিনাইন বাংলার তরফে রুদ্রজিতের স্ত্রী অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গত এক মাস ধরেই বাবা ভুগছিলেন। হাই প্রেশার এবং সুগার ছিল। সেখান থেকেই কিডনি জনিত সমস্যা হয়। এক মাস আগে ব্রেন স্ট্রোকও হয়। আজ সকালে এমন একটা খবর।"
বিয়ের পর ছেলে-বৌমার প্রথম জামাইষষ্ঠীতে আর হুল্লোড় করা হল না আর। প্রয়াত হলেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের বাবা দীপক মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এক হাসপাতালে মারা যান তিনি।
এ ব্যাপারে টিভিনাইন বাংলার তরফে রুদ্রজিতের স্ত্রী অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত এক মাস ধরেই বাবা ভুগছিলেন। হাই প্রেশার এবং সুগার ছিল। সেখান থেকেই কিডনি জনিত সমস্যা হয়। এক মাস আগে ব্রেন স্ট্রোকও হয়। আজ সকালে এমন একটা খবর।” তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল বলেই পরিবারসূত্রে খবর।
বিগত এক মাস ধরে পুরুলিয়ায় শ্বশুরবাড়িতেই ছিলেন প্রমিতা। কিন্তু সম্প্রতি শুট শুরু হওয়ায় কলকাতায় ফিরে আসেন তিনি। কিন্তু এ দিনই এরকম একটা খবরে স্তম্ভিত অভিনেত্রী। এ দিন রুদ্রজিৎও বাবাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, “দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ। সব কিছু শেষ হয়ে গেলো। তুমি অনেক লড়াই করেছো বাবা এবার তুমি শান্তিতে থেকো আর তোমায় কেউ জ্বালাবে না।”
আরও পড়ুন শাহরুখ আমাকে ৩০০ টাকা দিয়েছিল, এখনও রাখা আছে: প্রিয়ামণি
অভিনেতা দম্পতির এই খারাপ খবরে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বন্ধুরাও। তাঁদের সবার একটাই বক্তব্য, “এই অবস্থায় শক্ত থেকো তোমরা।”