অনস্ক্রিন ভাগ্নে হৃদয়ের বিয়েতে হাজির পর্দার শ্রীরামকৃষ্ণ!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 13, 2021 | 9:07 PM

Siddhartha Ghosh wedding: করোনা আবহে খুব কম অতিথির উপস্থিতিতে বিয়ে সারলেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে তাঁর রিসেপশনে হাজির থাকবেন স্বয়ং রানিমা। অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

অনস্ক্রিন ভাগ্নে হৃদয়ের বিয়েতে হাজির পর্দার শ্রীরামকৃষ্ণ!
নবদম্পতির সঙ্গে সৌরভ। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

সিদ্ধার্থ ঘোষ। এই নামে অভিনেতাকে দর্শক নাও চিনতে পারেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় হিসেবে তাঁকে চেনেন দর্শক। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’। এ হেন সিদ্ধার্থ জীবনের নতুন ইনিংস শুরু করলেন। অর্থাৎ বিয়ে করলেন অভিনেতা।

সিদ্ধার্থর বিয়েতে সস্ত্রীক হাজির ছিলেন পর্দার রামকৃষ্ণ অর্থাৎ সৌরভ সাহা। সোশ্যাল ওয়ালে শেয়ার হওয়া ছবিতে দেখা যাচ্ছে অনস্ক্রিন ভাগ্নেকে প্রাণভরে আশীর্বাদ করছেন শ্রীরামকৃষ্ণ। করোনা আবহে খুব কম অতিথির উপস্থিতিতে বিয়ে সারলেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে তাঁর রিসেপশনে হাজির থাকবেন স্বয়ং রানিমা। অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ রানির গল্প। এখন শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা হচ্ছে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছে। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তা সেনকে পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে দেখছেন দর্শক।

আগেই TV9 বাংলাকে সৌরভ জানিয়েছিলেন, এই ধারাবাহিকে এখনও অনেক কিছু করার আছে। সৌরভ শেয়ার করেছিলেন, “ঠাকুরের জীবনের ব্যপ্তি বিরাট। ১৮৩৬-এ জন্মেছিলেন। সেখান থেকে তিনি আজও সমান ভাবে পূজিত, জনপ্রিয়। সমাজকে অন্য ভাবে দেখার দৃষ্টিভঙ্গী ছিল তাঁর। এই ধারাবাহিকে সেটা এখনও দেখানো বাকি রয়েছে। সকলের কাছে অনুরোধ, এখানে অনেক কিছু করার বাকি আছে। আপনারা দয়া করে দেখুন। জাত, ধর্মের ভিত্তিতে আলাদা করার ঊর্দ্ধে ছিলেন ঠাকুর। বরাবর প্রতিবাদ করেছেন। কোন শিক্ষায় শিক্ষিত হয়ে এই উপলব্ধি করেছিলেন, সেটা দেখানোর চেষ্টা করা হবে। যদি দর্শক ভালবেসে গ্রহণ করেন, পাশে থাকেন।”

পাশাপাশি সন্দীপ্তার কথায়, “এতদিন রানি রাসমণির সেটটা যখন দেখতাম, ভাবতাম সেটটা বড় ভাল। মায়ের মূর্তি, মন থেকে ভক্তি আসত। এখন যখন সেই সেটে এসে অভিনয় করছি, সৌরভ রামকৃষ্ণ, ভীষণ ভাল অভিনয় করে ও। সব মিলিয়ে ভীষণ ভাল লাগছে। গোটা টিম এতদিন রিসার্চ করে কাজটা করেছে, করছেও। তাই এখান এসে কাজ করতে পেরে ভীষণ এক্সাইটেড।”

টেলিভিশন দিয়েই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা। বহুদিন পর চেনা মাঠে ব্যাট করছেন। এর মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক। কিন্তু এই ঐতিহাসিক চরিত্রে সন্দীপ্তা কেমন পারফর্ম করেন, তা বিচারের ভার দর্শকের।

আরও পড়ুন, বিগ বসের ঘরে কেঁদে ফেললেন শমিতা শেট্টি, পারিবারিক বিপর্যয় এর কারণ?

Next Article