Aindrila Sharma Death: শেষবারের মতো স্টুডিয়ো-পাড়ায় চললেন ঐন্দ্রিলা শর্মা, রবিবারই শেষকৃত্য

Aindrila Sharma: রবিবার বেলা ১২.৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্র খবর প্রকাশ পাওয়া মাত্রই বাড়তে থাকে হাসপাতালের বাইরে ভিড়।

Aindrila Sharma Death: শেষবারের মতো স্টুডিয়ো-পাড়ায় চললেন ঐন্দ্রিলা শর্মা, রবিবারই শেষকৃত্য
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 4:20 PM

লড়াই শেষ ঐন্দ্রিলা শর্মার। ২০১৭ সালে প্রথম স্টুডিয়ো পাড়ায় প্রথম পা রেখেছিলেন ঐন্দ্রিলা। স্বপ্ন ছিল অবিনেত্রী হওয়ার। স্বপ্ন ছিল সকলের বিনোদনের অংশ হওয়ার। চেষ্টা করেছিলেন শত শতবার। লড়াই চালিয়েছিলেন মৃত্যুর সঙ্গে। ২০১৫ সালে তিনি প্রথম জানতে পেড়েছিলেন ক্যান্সার তাঁর দেহে বাসা বেঁধেছে। তবে থেকে লড়াই শুরু হয়েছিল। তবে ২০২২ সালের ধাক্কা সামলাতে না পেড়ে, না ফেরার দেশে ঐন্দ্রিলা। এই লড়াইয়ে প্রতিটা মুহূর্তে পাশে ছিলেন সব্যসাচী চৌধুরী। রবিবার সব্যসাচীর আশঙ্কাই হল সত্যি। সোমবারই বিপদের আঁচ পেয়েছিলেন সব্যসাচী। রবিবার বেলা ১টায় শান্তিশয়নে ঐন্দ্রিলা। খবর সামনে আসার পর থেকেই শোকের ছায়া সর্বত্র।

রবিবার বেলা ১২.৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্র খবর প্রকাশ পাওয়া মাত্রই বাড়তে থাকে হাসপাতালের বাইরে ভিড়। চোখের জলে ভাসতে থাকেন শুভাঙ্খীরা। এদিন বিকেল চারটে নাগাদ ঐন্দ্রিলার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর কুঁদঘাটের বাড়িতে, সেখানেই উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘণ্টাখানিকের পর বিকেল ৫টায় মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। সেখান থেকে রওনা হবেন ঐন্দ্রিলা শেষযাত্রায়। কেওড়াতলা মহাশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।

২০১৫ সাল থেকে শুরু হয় ঐন্দ্রিলার লড়াই। মারণ রোগ বাসা বাঁধে শরীরে। দিল্লিতে তাঁর ব্যোন ম্যারো ক্যানসারের চিকিৎসা হয়েছিল। তবে সেই লড়াই থামতে না থামতেই ২০২১ সালে ধরা পড়ে ফুসফুসে টিউমার। সেখানেই অপরাজেয় তিনি। তবে তৃতীয়বার আর পারলেন না ফিরতে। খবর সামনে আসতেই শোকের ছায়া সর্বত্র। সোশ্যাল মিডিয়া ভরে উঠছে পোস্টে। তাঁর মুর্শিদাবাদের  বাড়ির এলাকাতেও শোকের ছায়া। পাড়া-প্রতিবেশীরা জানাচ্ছেন মিষ্টি সত্যিই মিষ্টি ছিল, স্বভাবেও, দেখতেও। সেই চেনা হাসিমুখেই স্মৃতির পাতায় থেকে যাবেন ঐন্দ্রিলা শর্মা।