১৩ অক্টোবর জন্মদিন বাংলা ছোট পর্দার অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাই সেটি খুবই স্পেশ্যাল অনামিকার জন্য। স্বামীর জন্মদিনে তাঁকে ভালবাসা ভরা বার্তা দিলেন ছোট পর্দার ‘পিহু’। সেই সঙ্গে প্রার্থনা করলেন তাঁর স্বামীর বয়স যেন ২৫শের চেয়ে কোনওদিন না বাড়ে।
ইনস্টাগ্রামে উদয়ের একটি ছবি শেয়ার করেছেন অনামিকা। প্রকৃতিতে ঘেরা চতুর্দিক। তারই মাঝে উদয় দাঁড়িয়ে কোনও এক রিসর্টের বারান্দায়। তাঁর ছবি শেয়ার করে অনামিকা লিখেছেন, “শুভ জন্মদিন হাজ়ব্যান্ড। প্রতি বছরই তোমার জন্মদিন হোক ২৫ বছরের।”
উদয় এবং অনামিকার প্রেম অনেকদিনের। সকলেই জানতেন তাঁদের সম্পর্কের কথা। কিন্তু তাঁরা কেউই সেটা খুব বেশি জাহির করেননি। সম্প্রতি বিয়ে করেছেন তাঁরা। ঘরোয়াভাবেই চার হাত এক হয়েছে উদয়-অনামিকার। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন অনামিকা। চুল ছিল খোলা। তাঁকে মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলেন উদয়।
বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজ়ের জনপ্রিয় মুখ অনামিকা। তাঁকে দেখা যায় ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে। তাতে পিহু চরিত্রে অভিনয় করে দর্শকের দারুণ ভালবাসা পেয়েছিলেন অনামিকা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘ফাগুনের মোহনা’ সিরিয়ালে। অন্যদিকে উদয় প্রতাপ অভিনয় করছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে।