Manju Singh: তাঁর হাত ধরেই নতুন দিশা পায় টেলিভিশন জগৎ, প্রয়াত ‘কন্টেন্ট কুইন’ মঞ্জু সিং

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 16, 2022 | 2:41 PM

Manju Singh: ছোটদের শো থেকে শুরু করে ধারাবাহিক, আধ্যাত্মিকমূলক অনুষ্ঠান -- এ সবেরই প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে রয়েছে 'এক কাহানি', 'স্বরাজ', 'খেল খিলোনে' ইত্যাদি।

Manju Singh: তাঁর হাত ধরেই নতুন দিশা পায় টেলিভিশন জগৎ, প্রয়াত কন্টেন্ট কুইন মঞ্জু সিং
মঞ্জু সিং।

Follow Us

প্রয়াত মঞ্জু সিং, যার হাত ধরেই টেলিভিশন জগতে হয়েছিল আলোড়ন। একের পর এক হিট কন্টেন্টের পুরোধা ছিলেন যিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত হন তিনি। পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে লেখা হয়েছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, মঞ্জু সিং আর নেই। খুব সুন্দর ভাবে জীবন উপভোগ করেছেন তিনি। মঞ্জু দিদি থেকে মঞ্জু নানি এক দীর্ঘ যাত্রাপথ– সবাই তাঁকে ভীষণ মিস করবেন।” ১৯৮০ সাল থেকে টিভি কেরিয়ার শুরু করেন তিনি। ১৯৮৪ সালে ছোট পর্দার সর্বপ্রথম প্রযোজিত অনুষ্ঠান ‘শো থিম’ ছিল তাঁরই মানস সন্তান। যা দেখা যেত দূরদর্শনে।

ছোটদের শো থেকে শুরু করে ধারাবাহিক, আধ্যাত্মিকমূলক অনুষ্ঠান — এ সবেরই প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘এক কাহানি’, ‘স্বরাজ’, ‘খেল খিলোনে’ ইত্যাদি। টিভি জগতে বহু দিন ধরে চলা শো হিসেবে নজির সৃষ্টি করেছিল ওই শো’গুলি। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত অমল পালেকর অভিনীত ছবি ‘গোলমাল’-এও দেখা গিয়েছে তাঁকে। অমল পালেকরের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বাধীনতার পঞ্চাশ বছরে তাত্র ধারাবাহিক ‘স্বরাজ’ আজও আলোচনায় উঠে আসে। ছোটদের জন্য কৃষ্টিমূলক কাজে তাঁর অবদানের জন্য ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশনের সদস্যরূপে নির্বাচন করা হয়। তাঁর মৃত্যুতে টেলিভিশনে জগতে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন তাঁর গোড়ার দিকে সহকর্মী সুরকার স্বানন্দ কিরকিরে সহ অন্যান্য।

আরও পড়ুন- ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, ‘কাপুর সাহেব…’

Next Article