১১ নভেম্বর, অর্থাৎ আজ শুক্রবার, কিছুক্ষণ আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায়। ফের একটি কন্যা সন্তান জন্মেছে তাঁর। ইনস্টাগ্রামে সন্তান জন্মের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর স্বামী অভিনেতা গুরমিত চৌধুরী। এই আনন্দ সংবাদে খুশি তাঁদের অনুরাগীরাও।
গুরমিতের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, দেবিনার কপালে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। দেবিনার হাতে রয়েছে একগুচ্ছ গোলাপি বেলুন। পাশে ইংরেজি হরফে লেখা ‘ইটস আ গার্ল’। অর্থাৎ, কন্যা সন্তান জন্মেছে তাঁদের।
কমেডিয়ান-অভিনেত্রী ভারতী সিং লিখেছেন, “ওয়াও, অভিনন্দন। আমারও কন্যা সন্তান চাই।” অভিনেতা সোনু সুদ লিখেছেন, “অভিনন্দন।” তাঁরা দু’জনেই অনেক-অনেক হার্ট ইমোজি শেয়ার করেছেন।
গুরমিতের এক ফ্যান এই পোস্টের নীচে লিখেছেন, “তোমাদের দু’জনকেই অনেক অভিনন্দন জানাতে চাই। আশা করি সন্তান ও তাঁর জননী ভাল এবং সুস্থ শরীরে আছেন।” অন্য এক অনুরাগী লিখেছেন, “অভিনন্দন… ও এক পরী ১১:১১। ঈশ্বর ওর মঙ্গল করুন। ওর যত্ন নিন।”
২০১১ সালে বিয়ে করেন দেবিনা-গুরমিত। ২০০৮ সালে ‘রামায়ণ’ টিভি শোয়ে অভিনয় করতে গিয়ে দু’জনের আলাপ হয়। সেই ধারাবাহিকে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দেবিনা-গুরমিত। এই বছরই ৩ এপ্রিল প্রথম কন্যা লিয়ানাকে জন্ম দিয়েছেন দেবিনা। প্রথম সন্তানের জন্মের তিন মাসের মধ্যেই দ্বিতীয় সন্তান গর্ভে আসে অভিনেত্রীর। এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তান জন্মের খবর ও সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে একটু অবাকই হয়েছেন সকলে। সকলে বলাবলি করছেন, ডিউ ডেটের আগেই দ্বিতীয় কন্যা পৃথিবীর আলো দেখল।