হিয়া দে কে মনে আছে? ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সে। সেই হিয়াই অসুস্থ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। শরীর থেকে বাদ গিয়েছে ১৫ সেন্টিমিটারের এক টিউমর। কী হয়েছে তাঁর? এই কথা জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তা মায়ের সঙ্গে।
তিনি বলেন, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”
মা জানিয়েছেন, আগামী দু’দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার। হিয়া নিজেও এক ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে। নার্সিংহোমের বিছানায় শুয়ে তিনি লেখেন, “বড় এক অপারেশন হল। এখন ভাল আছি।” তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন তার ভক্তরা।