দিন কয়েক আগের ঘটনা। চেন্নাইয়ে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্য়ায়। মেয়ে কিয়াকে ছেড়ে যেতে হয়েছিল বলে মন খুবই খারাপ ছিল অভিনেত্রীর। ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মুখ কনীনিকা। তিনিই মুখ্য চরিত্র। তিনিই সহচরী। দিন কয়েক আগে তাঁকে ধারাবাহিকে দেখাও যায়নি। কনীনিকার অনুপস্থিতি দেখানো হয় এইভাবে – সহচরী বাবার চিকিৎসা করানোর জন্য চেন্নাইয়ে গিয়েছে! আসলে কনীনিকা নিজের চিকিৎসার জন্য চেন্নাইয়ে গিয়েছেন। শিরদাঁড়ায় খুব জটিল অস্ত্রোপচার হয়েছে কনীনিকার। হাসপাতালে টানা ১৩দিন পরিবারকে ছাড়াই ছিলেন কনীনিকা। আজই তাঁদের সঙ্গে দেখা হয়েছে কনির। দারুণ খুশি অভিনেত্রী লম্বা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে বেশ কিছু ছবি।
কনীনিকার সোশ্যাল মিডিয়া পোস্ট:
গুড মর্নিং বন্ধুরা, ১৩ দিন পর পরিবারের কাছে ফিরে গিয়েছি। হাসপাতালে থেকে অনেক কিছু শিখলাম। প্রত্যেক ডাক্তার ও নার্সকে ধন্যবাদ জানাতে চাই। আমার শরীরকে চিনতে তাঁরাই সাহায্য় করেছেন। ডঃ সিদ্ধার্থ ঘোষ, তাঁর স্ত্রী মিত্রাদিকে পেয়ে আমি ধন্য। আমার পরিবার, আমার শক্তি। কিয়া, আমার স্বামী, আমার বাবা, মা, কাকা… আমার মনে হয় তাঁরাই আমার শক্তির স্তম্ভ। আর যাঁদের ধন্যবাদ না জানিয়ে পারব না, তাঁরা হলে তোমরা… আমার দর্শক… আমার বন্ধুরা… আমার অনুরাগীরা… আমার শুভাকাঙ্ক্ষীরা… আমার আত্মীয়রা। তোমাদের প্রার্থনায় আজ আমি সুস্থ। সম্পূর্ণ সুস্থ হতে আরও একটু সময় লাগবে। আমি সেরে উঠছি। পাশে থেকো, সঙ্গে থেকো। সকলের জন্য অনেক শুভ কামনা।