Madhubani Secret: গোপালকে হুমকি দিতেই ১০ দিনের মধ্যে মধুবনীর জীবনে ঘটে মিরাকেল
Madhubani Goswami: নিজের ব্লগ বানিয়ে এখন তিনি নত্য যোগাযোগ স্থাপন করে থাকেন দর্শকদের সঙ্গে।
অভিনেত্রী মধুবনী গোস্বামী এক সময় ছিলেন টিভির পর্দায় অন্যতম জনপ্রিয় স্টার। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি চর্চিত। নিজের ব্লগ বানিয়ে এখন তিনি নত্য যোগাযোগ স্থাপন করে থাকেন দর্শকদের সঙ্গে। ছেলে কেশবকে নিয়ে তাঁর ব্যস্ততা এখন তুঙ্গে। আর সেই রোজনামচার সাক্ষী থাকেন এখন প্রত্যেকে। যদিও এই কেশব আসার আগে এক অদ্ভুত ঘটনা ঘটে তাঁর সঙ্গে। গোলাপ পুজো করতেন না তিনি। তবে একবার তাঁর কী মনে হয় তিনি গোপাল পুজো করবেন। জি বাংলার রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান-এ এসে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, তিনি হঠাৎ-ই একদিন স্বনাদেশ পাওয়ার মতোই স্থির করেছিলেন গোপাল পুজো করবেন।
তার আগেই তিনি স্থির করেন যে সন্তান নেবেন। রাজা ও মধুবনীর এই সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের মধ্যেই গোপাল পুজোর কথা মাথায় আসে অভিনেত্রী। গোপালকে দেখতে কেমন হবে, তাও তিনি স্থির করে রেখেছিলেন। গোপালের আকৃতি হবেন মাখন চোরের। নীল রঙের গোপালকে বাড়িতে আনেন তিনি কুমোরটুলি থেকে। সেখান থেকেই শুরু হয় তাঁর গোপাল পুজো। গোপালকে বেশ আদর আপ্যায়ন করে মধুবনী হঠাৎই হুমকি দিয়ে বসেন। বলেছিলেন, “হয় তুমি আমার কাছে এসো, নয় তুমি রাধারানীকে পাঠাও। নয়তো খাওয়া, মুখ দেখা সব বন্ধ।”
যদিও তেমনটা করেননি মধুবনী। তবে কথা শুনেছিলেন গোপাল। ১০ দিনের মধ্যেই মধুবনীর কোল জুড়ে আসে কেশব। তাঁরা স্থিরও করেছিলেন যে সন্তানের নাম রাখবেন কৃষ্ণের নামেই। সেই সূত্রেই পরিবারের সকলের পছন্দ হয় কেশব নামটা। এরপর থেকেই মহা সমারহে গোপাল পূজো হয় মধুবনীর বাড়িতে। সেই গল্প দিদি নম্বর ওয়ানে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। া মুহূর্তে ভাইরাল হয় নেটপাড়ায়।