সিনেদুনিয়ায় ট্রোলিং (Social Media Trolling) বা সেলেবদের প্রকাশ্যে কটাক্ষ করাটা নতুন কিছু নয়। খুব পরিচিত এক দৃশ্য। ফোটোগ্রাফার হোক বা ভিডিয়োগ্রাফার, পাপারাৎজিরা সর্বদাই মুখিয়ে থাকেন কোনও সেলেবকে প্রকাশ্যে দেখলেই তাঁকে ফ্রেমবন্দি করবেন বলে। তবে সবক্ষেত্রেই কি সেলেবদের সঙ্গে ভাল ব্যবহার করেন তাঁরা সেলেবদের সঙ্গে। বারে বারে সেলেবরা খারাপ ব্যবহার করলে তা সকলের সামনে তুলে ধরা হয়, সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) করা হয়। কিন্তু সেই ভাইরাল ভিডিয়োতে ক্যামেরা ধরে থাকা ব্যক্তিদের কাণ্ড কোনওদিন ফ্রেমবন্দি হয় না। একবার খোদ অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি দেরি করে আসার কারণে রীতিমত পাপারাৎজিদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
উরফি জাভেদের ক্ষেত্রেও বিষয়টা একাধিকবার চোখে পড়ে। যেখানে পিছন থেকে নানান মন্তব্য করা, আওয়াজ করা ক্যামেরায় মুহূর্তে ফ্রেমবন্দি হয়ে থাকে। পরবর্তীতে তা ভিডিয়ো ছড়িয়ে পরার পর চোখে পড়ে। উরফি জাভেদের ভিডিয়ো যেহেতু সব থেকে বেশি ভাইরাল হয়, তাই উরফিকেই এমন পরিস্থিতির শিকার বারে বারে হতে হয়। তবে এই পরিস্থিতি মেনে নিতে নারাজ অভিনেত্রী মুনমুন দত্ত। তারক মেহেতা কা উল্টা চশমা ধারাবাহিক খ্যাত এই সেলেব এবার প্রকাশ্যে কটাক্ষ করলেন ফোটোগ্রাফারদের।
এক ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে পাপারাৎজিরা অতিরিক্ত কথা বলায়, তিনি সকলে থামিয়ে বলেন- এগুলো বন্ধ করতে হবে। পিছন থেকে মুখে এত ধরনের আওয়াজ পরে শোনা যায়, যা পরবর্তীতে ক্যামেরায় ধরা পরার কারণে কানে আসে, তা তিনি পছন্দ করছেন না। ধারাবাহিক খ্যাত ববিতার এই মন্তব্যে সহমত অধিকাংশ নেটিজ়েনরাই। সমর্থন করে জানাতে থাকেন, তিনি ঠিকই বলেছেন।