Nabanita Das: ‘জিতু আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে, ওর পোস্ট দেখতে পাই না’, বললেন নবনীতা
Jeetu-Nabanita: বিচ্ছেদের পর নবনীতাকে 'বাচ্চা বউ' সম্বোধন করে নানা ধরনের পোস্ট করতে থাকেন জিতু। কিছু পোস্টে নবনীতার নামও তিনি উল্লেখ করেন না। কিন্তু নেটিজ়েনদের বুঝতে অসুবিধা হয় না যে, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির কারণেই এরকম পোস্ট করেছেন তিনি। যদিও এই পোস্টগুলি সম্পর্কে জিতু বলেছেন, তিনি নাকি নবনীতাকে উদ্দেশ্য করে কিছুই লেখেননি। নবনীতা কি দেখেছেন সেই পোস্টগুলি? TV9 বাংলা প্রশ্ন করায় চমকে দেওয়ার মতো উত্তর দিয়েছেন নবনীতা।
তিন মাস আগেকার ঘটনা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে ছোট পর্দার অভিনেত্রী নবনীতা দাসের একটি পোস্ট। সেই পোস্টে তিনি ঘোষণা করেন, তাঁর সঙ্গে স্বামী জিতু কামালের বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবং তাঁরা একসঙ্গে থাকছেন না। আবেগমিশ্রিত পোস্টে ফুটে ওঠে নবনীতার মনের কষ্ট। তারপর নবনীতাকে ‘বাচ্চা বউ’ সম্বোধন করে নানা ধরনের পোস্ট করতে থাকেন জিতু। কিছু পোস্টে নবনীতার নামও তিনি উল্লেখ করেন না। কিন্তু নেটিজ়েনদের বুঝতে অসুবিধা হয় না যে, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির কারণেই এরকম পোস্ট করেছেন তিনি। যদিও এই পোস্টগুলি সম্পর্কে জিতু বলেছেন, তিনি নাকি নবনীতাকে উদ্দেশ্য করে কিছুই লেখেননি। নবনীতা কি দেখেছেন সেই পোস্টগুলি? TV9 বাংলা প্রশ্ন করায় চমকে দেওয়ার মতো উত্তর দিয়েছেন নবনীতা।
নবনীতা বলেছেন, “আমাকে তো জিতু সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছে। তাই আমি ওর কোনও পোস্টই দেখতে পাই না আর। কিন্তু ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো দেখতে পাই। ইনস্টাগ্রাম, ফেসবুক সব থেকেই আমাকে ব্লক করে রেখেছে জিতু।”
এবারের দুর্গাপুজো বাড়িতে বিশ্রাম করেই কাটিয়েছেন নবনীতা। পঞ্চমী-ষষ্ঠী শুটিং করেছিলেন। সপ্তমীতে পুজো পরিক্রমায় অংশ নিয়েছিলেন। বাকি দিনগুলো ছিলেন বাড়িতেই। বিজয়া দশমীর দিন TV9 বাংলাকে জানিয়েছিলেন, তিনি এবার মা দুর্গাকে বরণ করেননি। তিনি সিঁদুরও খেলেননি। বলেছিলেন, “আমি আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছি। জিতুর বাড়ি থেকে চলে আসার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আমি। জামাকাপড় নতুন কিনেছি। ফোনটাও নতুন ব্যবহার করছি। আমার জীবনটা পাল্টে গিয়েছে।” এদিকে নবনীতার সঙ্গে ছাড়াছাড়ির পর পুরনো গাড়িকে আলবিদা জানিয়েছেন জিতুও। তাঁর জীবনটাও পাল্টেছে।
তবে দশমীর দিন সন্ধ্যায় গতবছরের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন নবনীতা। সেই ভিডিয়োতে দেখা যায় স্কুটিতে চেপে অলিতে-গলিতে ঘুরছেন নবনীতা এবং জিতু। সেদিনটাও ছিল বিজয়া দশমী। হয়তো এবারের দশমীতে বিষাদ মাখানো স্মৃতি ভেসে-ভেসে আসছিল নবনীতার কাছে।