কালীপুজো আসছে। দিওয়ালির প্রস্তুতি শুরু করেছে দেশ। এক বছরের অপেক্ষার পর আবার মা আসছেন। এই আবহে মাস্ক পরা মা কালী কি দেখেছেন? করোনা আতঙ্কের কারণে মাস্ক এখনও পরা বাঞ্ছনীয়। যদিও অনেকেই সেই সতর্কতা মেনে চলছেন না। কিন্তু মা কালীও যদি মাস্ক পরেন, তা হলে তো শিক্ষা নিতেই হবে। তবে এই মা কালী রিল লাইফের। অর্থাৎ অভিনেত্রী নবনীতা দাস। ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ-এ যাঁকে তারা মা রূপে দেখেন দর্শক।
সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন নবনীতা। শুটিংয়ের মাঝে মেকআপ নিয়ে বসে অপেক্ষা করছেন তিনি। মুখে রয়েছে মাস্ক। অর্থাৎ শুটিংয়েও সব রকমের সাবধনতা অবলম্বন করে চলছেন, তা বোঝা যাচ্ছে। মাস্ক পরা মা তারার ছবি দেখে খুশি অনুরাগীরা।
২০১৯-এর ২ জানুয়ারি। অনস্ক্রিন ‘মা তারা’ হিসেবে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের জন্য প্রথম শট দিয়েছিলেন নবনীতা। এই জার্নি ঠিক কেমন ছিল তাঁর? গত কৌশিকী অমাবস্যার দিন TV9 বাংলার সঙ্গে শেয়ার করতে গিয়ে নবনীতা বলেছিলেন, “এই চরিত্রে অভিনয় করতে শুরু করার পর আমার জীবনে বেশ কিছু বদল এসেছে। ওই বছর জানুয়ারি থেকেই রেজোলিউশন নিয়েছিলাম। রুটিনে বেঁধে ফেলেছিলাম নিজেকে। ঠিক সময়ে খাওয়া, ঘুম, মেডিটেশন। এই সিরিয়াল শুরুর আগেই জীতুর সঙ্গে আলাপ হয়েছিল। তারপর বিয়ে করলাম আমরা। ফলে মা তারার চরিত্র আমাকে পজিটিভ ভাবে বদলে দিয়েছে।”
নবনীতা নিজে ঈশ্বরে বিশ্বাস করেন। কিন্তু আচার নিয়মে নয়। শুভ বা পজিটিভ শক্তিতে বিশ্বাসী বলে জানালেন। তাঁর কথায়, “যাঁর থেকে পজিটিভ ভাইব পাই, তাঁর পাশে বসে কথা শুনতে ভাল লাগে আমার। ঈশ্বরে বিশ্বাসী কি না জানি না। যে কোনও শুভ শক্তিতে বিশ্বাসী আমি। প্রোমো শুটের জন্য শান্তিনিকেতনেরও ভিতরে একটা গ্রামে গিয়েছিলাম আমরা। পাতা উড়িয়ে, ফ্যান চালিয়ে যেমন ভাবে শুটিং হয়, হয়েছিল, কিন্তু তখন থেকেই পজিটিভিটি ফিল করেছিলাম।”
নিজের মেকআপ অনেক সময় নিজেই করে নেন নবনীতা। মা তারার কস্টিউম পরে ফেললে ভিতর থেকে কি অন্য রকমের শক্তি পান তিনি? নবনীতা শেয়ার করেছিলেন, “মুকুট বা গয়না যা পরি, খুব ভারী। ফলে মেকআপ, কস্টিউম হয়ে যাওয়ার পর আর কিছু করার উপায় থাকে না আমার। স্ক্রিপ্ট পড়ার সময় আমি মা তারার ডায়লগ ওই গলাতেই পরি। অন্য কারও অংশ পড়ার সময় সাধারণ গলা থাকে। কিন্তু মা তারার অংশ পড়ার সময় ওই গলাটাই ব্যবহার করি। সব মিলিয়ে এই চরিত্র আমাকে অনেক পজিটিভিটি দিয়েছে।”
আরও পড়ুন, Bengali Television: দুই সুপুরুষ ‘মিঠাই’-এর সঙ্গে এক ফ্রেমে, কারা বলুন তো?