Roosha Chatterjee: ‘বেঁটে বর’ কটাক্ষ কে বুড়ো আঙুল, অনুরণকে জড়িয়ে রুশা বললেন…

Tolly Gossip: রুশা চট্টোপাধ্যায়-- এক সময় ছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। সিনেমা-সিরিয়ালকে বিদায় জানিয়ে তিনি আপাতত থাকেন বিদেশে। স্বামী অনুরণ রায় চৌধুরী সেখানেই কর্মরত। বিয়ের পর থেকে রুশা ও তাঁর স্বামীকে নিয়ে কম গুঞ্জন হয়নি। স্বামীর উচ্চতা থেকে শুরু করে বিচ্ছেদের গুঞ্জনও কিন্তু রটেছিল তাঁকে ঘিরে। রুশা চুপ ছিলেন।

Roosha Chatterjee: 'বেঁটে বর' কটাক্ষ কে বুড়ো আঙুল, অনুরণকে জড়িয়ে রুশা বললেন...
অনুরণকে জড়িয়ে রুশা বললেন.
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 6:39 PM

রুশা চট্টোপাধ্যায়– এক সময় ছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। সিনেমা-সিরিয়ালকে বিদায় জানিয়ে তিনি আপাতত থাকেন বিদেশে। স্বামী অনুরণ রায় চৌধুরী সেখানেই কর্মরত। বিয়ের পর থেকে রুশা ও তাঁর স্বামীকে নিয়ে কম গুঞ্জন হয়নি। স্বামীর উচ্চতা থেকে শুরু করে বিচ্ছেদের গুঞ্জনও কিন্তু রটেছিল তাঁকে ঘিরে। রুশা চুপ ছিলেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিরকালই নীরব থাকা রুশা নীরবতা ভাঙলেন এবার। তাঁকে নিয়ে চলা হাজারও চর্চা, আলোচনাকে কার্যত নস্যাত করে শেয়ার করলেন অনুরণের সঙ্গে এক মিষ্টি ছবি। শেয়ার করলেন বিদেশে মাটিতে তাঁদের একসঙ্গে কাটানো প্রথম পুজোর ঝলক। শুধু কি তাই? মনের কথাও বলে দিলেন অকপটে। লিখলেন, “পুজো আর প্রেম, আই লাভ ইউ”। রুশার স্বামীর উচ্চতা তাঁর চেয়ে কম নাকি বেশি এ সব নিয়ে চর্চা করা জনগণ যদিও ওই ছবিতে টেনে এনেছেন উচ্চতার প্রসঙ্গত। তবে রুশার তাতে থোড়াই কেয়ার। জমকালো শাড়িতে তাঁর প্রেমও পেল পূর্ণতা এই উৎসবের মরসুমেই।

প্রথম পুজোতে দেশে ফিরতে পারেননি রুশা। তা নিয়ে মন খারাপও হয়েছিল তাঁর। বলেছিলেন “দুর্গাপুজো আসলে এমন একটা আবেগ, যার অন্য মানে রয়েছে। নিজের পরিবারের থেকে দূরে নতুন পরিবারের সঙ্গে রয়েছি। ভিড় মিস করছি, লাউড স্পিকার মিস করছি। সারারাত ধরে আড্ডা মিস করছি। আর সবচেয়ে বড় কথা, মিস করছি খাবার।”

তবে এত মিসের মধ্যেও যা তিনি মিস করলেন না তা হল অনুরণের ভালবাসা, পাশে থাকার অঙ্গীকার। পুজোর দিনে কোথাও গিয়ে মিলেমিশে গেল কি রুশা অনস্ক্রিন-অফস্ক্রিন চরিত্র? আশ্বিনের সকালে মন বলে উঠল কি ‘ তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে, থেকে যাবো, তোমায় আমায় মিলে…”।