না! মাম্পির সঙ্গে অফস্ক্রিন রাজার কোনও প্রেমের সম্পর্ক নেই। এ কথা বহুবার প্রকাশ্যে বলেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-র জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। অবশ্যই ভাল বন্ধুত্ব রয়েছে। অবশ্যই তাঁদের অনস্ক্রিন বন্ডিং এই মুহূর্তে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁদের জনপ্রিয় জুটি করে তুলেছে। কিন্তু মাম্পির ক্যামেরায় ফ্রেমবন্দি হতে রাজা যেমন ভালবাসেন, তেমনই রূকমার ক্যামেরা বন্দি হয়ে সেই ছবি দর্শকের সঙ্গে শেয়ার করে নিতে কোনও আপত্তি নেই রাহুলের।
বুধবার সোশ্যাল ওয়ালে নিজের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন রাহুল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে রুকমার ক্যামেরায় বন্দি।’ রাজা-মাম্পির অনুরাগীরা সে ছবিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
‘দেশের মাটি’ শুরু হওয়ার পর থেকেই দর্শকের একাংশের পছন্দ রাজা-মাপি জুটি। তাঁদের আনন্দে ফেসবুকে গদগদ পোস্ট, তাঁদের বিরহে চোখে জল আসে ভক্তদের। ধারাবাহিকের প্লট বলছে সম্প্রতি নানা সমস্যার সম্মুখীন হয়েও সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। উচ্ছ্বাসে যেন বাঁধ ভেঙেছিল ‘রাম্পি’ ভক্তকুলের।
এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সপ্তাহ কয়েক আগে রাম্পি ফ্যানের একাংশ অতি আনন্দে শুরু করেছিল ধারাবাহিকটির অন্যান্য জুটিকে অপমান। শুরু হয়েছিল কুৎসিত ট্রোলও। এই ট্রোলিংয়ের সবচেয়ে বড় শিকার ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র শ্রুতি দাস ওরফে নোয়া ও দিব্যজ্যোতি ওরফে কিয়ান। এ নিয়ে মুখ খুলেছিলেন রাহুল। ফেসবুকে তিনি লিখেছিলেন, “অনেকদিন অনেক কিছু সহ্য করছি,কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন,চাই না এমন ভালোবাসা”। রাহুলের সমর্থনে এগিয়ে আসেন রুকমাও। তিনি লেখেন, “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।”
পরে যদিও রাহুল এক লাইভে বলেন, তিনি সব রাম্পি ফ্যানেদের উদ্দেশ্যে এ কথা বলেননি। তাঁর ওই পোস্ট নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে যারা ইচ্ছাকৃত ভাবে কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্রদের। পর পর দুটি ধারাবাহিকে ব্যর্থতার পর রাজা চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আর তা রয়েছে সম্পূর্ণ দর্শকের হাতেই। ফলে তাঁকে, তাঁর কাজকে রাজা-মাম্পি জুটিকে যাঁরা ভালবাসেন, তাঁদের আঘাত করা অভিনেতার ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট জানান রাহুল।
লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ওই ধারাবাহিকে রয়েছেন একাধিক চেনা মুখ। রাহুল-রুকমা ছাড়াও রয়েছেন তথাগত-পায়েলের মতো ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও। ধারাবাহিকের রয়েছে নানা ট্র্যাক। সেই ট্র্যাকের উপরেই ভিত্তি করে কখনও রাহুল-রুক্মার কেমিস্ট্রি পেয়ে যায় প্রাধান্য আবার কখনও বা শ্রুতি-দিব্যজ্যোতি জায়গা পান গোটা এপিসোড জুড়ে। তবে দর্শকমনে রাম্পি জুটির মার্কস যে খানিক বেশি, তা প্রমাণ করে দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট আর উচ্ছ্বাস।
আরও পড়ুন, ব্যস্ততার মধ্যেও ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ, ছবি শেয়ার করলেন শুভশ্রী