Samata Das: না-খেয়ে রোগা হওয়ার চেষ্টা করতে আমার ভাল লাগে না: সমতা দাস

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 15, 2022 | 8:10 AM

TV Actress: যদি আমার পছন্দসই চরিত্র পাই, যেখানে আমি যেমন, তেমন কোনও চরিত্র থাকে নিশ্চয়ই করব। নিজে তো চেষ্টা করিনি, তবে কেউ যদি ভাল চরিত্রের জন্য প্রস্তাব দেন, তাহলে নিশ্চয়ই করব।

Samata Das: না-খেয়ে রোগা হওয়ার চেষ্টা করতে আমার ভাল লাগে না: সমতা দাস

Follow Us

মহুয়া দত্ত

 

সমতা দাস। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ মেগা ধারাবাহিকে তিনি এখন বোধিসত্ত্বের কাকিমার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নিজেরও ছোট ছেলে রয়েছে ধারাবাহিকে। সমতা শুরু করেছিলেন মেগা ধারাবাহিক ‘জন্মভূমি’তে শিশুশিল্পী হিসেবে। তবে পরিচিতি পান ‘টুসকি’ রূপে। তখনও তিনি ছোটই ছিলেন। সেই মেগা ধারাবাহিক নাম ‘এক আকাশের নীচে’। পড়াশোনার ফাঁকে তিনি একের পর এক কাজ করে গিয়েছেন। স্নাতক হয়েছেন। সমতার মতে, যখন তিনি কাজ শুরু করেন, তখন কাজের চাপ আজকের মতো ছিল না। তাই অভিনয়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধে হয়নি।

TV9 বাংলার তরফে সমতাকে এই প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, “প্রথমে একটু অস্বস্তি হয়েছিল, ছোট ছেলে-মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ২৩-২৪ বছর বয়সি কারও মা হতে একটু অদ্ভূত লাগছিল। পরে ভেবে দেখি এটা একটা ঐতিহাসিক চরিত্র। তখন ছোট বয়সে বিয়ে হতো। তার উপর রাসমণির শাশুড়ি মা। বেশ গুরুত্বপূর্ণ সেই চরিত্রটি। তা-ই এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম”, সোজাসাপ্টা উত্তর তাঁর।

 

শিশু দিবসের দিন শিশুশিল্পী থেকে ধীরে-ধীরে অভিনেত্রী হয়ে-ওঠা সমতার জার্নি নিয়ে কথা রইল TV9 বাংলার পাঠক-পাঠিকাদের জন্য:

 

 

প্রশ্ন: শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। তারপর নায়িকারূপেও অভিনয় করেছেন টেলিভিশনে। তারপর একেবারে মায়ের ভূমিকায়…

সমতা: হ্যাঁ, করছি। কারণ অভিনয় করতে ভালবাসি। যে কোনও চরিত্রই অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জের। সকলকেই একসময় জায়গা ছাড়তে হয়।

 

প্রশ্ন: আপনি ছোট থেকে অভিনয় করছেন। কিন্তু যাঁরা পড়াশোনা শেষ করে এই পেশায় এসেছেন, তাঁরা আপনার থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও এখনও নায়িকা চরিত্রে অভিনয় করছেন। খারাপ লাগে না?

 

সমতা: লাগে না। আমি নিজের নিয়মে চলতে ভালবাসি। আমার এখন যা চেহারা, তাতে নায়িকা হতে পারব না—এটা মেনে নেওয়াই ভাল। আর যাঁদের কথা বলছেন, এখনও নায়িকার চরিত্রে অভিনয় করছেন, তাঁরা নিজেদের চেহারা এখনও ধরে রেখেছেন। তাই লিড করার সুযোগ পাচ্ছেন।

 

প্রশ্ন: নিজেকে কখনও অন্য নায়িকাদের মতো ধরে রাখতে ইচ্ছে করে না, যাতে আপনিও নায়িকার চরিত্রে অভিনয় করতে পারেন?

সমতা: হয় না। কারণ আমি খেতে ভালবাসি। জিম করতে পারি না। দু’দিন জিমে গেলেই শরীর খারাপ করে। আর একটাই তো জীবন। না খেয়ে, কষ্ট করে রোগা হওয়ার চেষ্টা করতে আমার ভাল লাগে না।

 

প্রশ্ন: কখনও মনে হয়নি সিনেমায় অভিনয় করার কথা?

সমতা: সিনেমায় অভিনয়ের সুযোগ এলে করব। তবে এখনও তেমন প্রস্তাব পাইনি। সেখানেও তো চেহারার একটা বিষয় থেকেই যায়। তাই ওটা নিয়ে ভাবি না। আমি দিনের শেষে খুশি থাকতেই ভালবাসি।

 

প্রশ্ন: এখন ডিজিটাল মাধ্যমে সকলেই যাচ্ছেন। সেখানে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগও রয়েছে। সেখানে চেষ্টা করছেন কি?

সমতা: চেষ্টা করিনি। আমার পিআর (পাবলিক রিলেশনস)-টা ঠিক হয় না। তবে যদি আমার পছন্দসই চরিত্র পাই, যেখানে আমি যেমন, তেমন কোনও চরিত্র থাকে নিশ্চয়ই করব। নিজে তো চেষ্টা করিনি, তবে কেউ যদি ভাল চরিত্রের জন্য প্রস্তাব দেন, তাহলে নিশ্চয়ই করব। আপনাদের মাধ্যমেই বরং জানিয়ে দিই আমি ওটিটি-তে ভাল কাজ করতে চাই। যদি কেউ আমার কথা ভাবেন, ভালই লাগবে। অভিনয়টা আশা করি মন্দ করি না (ফোনের ওপারে হেসে বললেন টুসকি)।

Next Article