AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz Gill: ‘আমাকে পড়ো ভাল করে’, পরিচালকদের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন শেহনাজ় গিল

Bollywood: ২০২১ সালের ২ সেপ্টেম্বর হঠাৎই মৃত্যু হয় অভিনেতা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। তিনি এবং শেহনাজ় দু'জনেই অংশ নিয়েছিলেন বিগ বস ১৩তে। সেই থেকে সম্পর্ক দু'জনের। হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুর পর ভয়ানক ভেঙে পড়েছিলেন শেহনাজ়। তাঁর হাসিটাই হারিয়ে গিয়েছিল চিরতরে। তারপর নিজেকে অনেকটাই পাল্টেছেন শেহনাজ়। সিদ্ধার্থের মৃত্যুশোক থেকে বেরিয়ে আসতে চাইছেন কাজে ফিরে।

Shehnaaz Gill: 'আমাকে পড়ো ভাল করে', পরিচালকদের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন শেহনাজ় গিল
শেহনাজ় গিল।
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 11:29 PM
Share

সম্প্রতি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ কমেডি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ় গিল। মূলত পঞ্জাবী ছবিতেই অভিনয় করেছেন তিনি। বিগ বস ১৩ সিজ়নেও অংশ নিয়েছিলেন শেহনাজ়। সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন শেহনাজ়। অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে এমনই চরিত্রের প্রস্তাব করা হয় যা অনেকটাই তাঁর নিজের মতো। কিন্তু তিনি সেটি ভাঙতে চান এবার। এমন চরিত্রে অভিনয় করতে চান, যা তাঁর চেয়ে অনেক-অনেক আলাদা।

শেহনাজ় বলেছেন, “একটি বইকে তার মলাট দেখে কখনও বিচার করা উচিত না। সেই ভাবেই বলব, আমাকে পড়ো ভাল করে। আমাকে সকলে একভাবেই দেখতে অভ্যস্থ। আমি কিন্তু তা চাই না। আমি চাই আমাকে অন্য ধরনের চরিত্রেও কাস্ট করা হোক। সম্প্রতি এমন একটি কাজের অফার এসেছে আমার কাছে, যেখানে আমাকে দেখানো হবে এক সুন্দরীর চরিত্রে। সে আবার ইন্টারনেট সেনসেশন। চিত্রনাট্য পড়লাম। কিন্তু বিশ্বাস করুন মানুষের ধারণা পাল্টাতে চাই এবার। পর্দায় অন্য ধরনের কিছু করতে চাই আমি। তার জন্য ওয়ার্কশপ করতেও আমি আগ্রহী।”

২০২১ সালের ২ সেপ্টেম্বর হঠাৎই মৃত্যু হয় অভিনেতা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। তিনি এবং শেহনাজ় দু’জনেই অংশ নিয়েছিলেন বিগ বস ১৩তে। সেই থেকে সম্পর্ক দু’জনের। হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুর পর ভয়ানক ভেঙে পড়েছিলেন শেহনাজ়। তাঁর হাসিটাই হারিয়ে গিয়েছিল চিরতরে। তারপর নিজেকে অনেকটাই পাল্টেছেন শেহনাজ়। সিদ্ধার্থের মৃত্যুশোক থেকে বেরিয়ে আসতে চাইছেন কাজে ফিরে।