‘বেবি গার্ল’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রুতি, স্বর্ণেন্দু নাকি ‘হ্যাপি ড্যাড’!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 28, 2021 | 8:42 AM

Shruti Das: শ্রুতির সদ্য শেয়ার করা পোস্টে রয়েছে বেবি গার্ল। শুধু তাই নয়, ক্যাপশনে স্বর্ণেন্দুকে ‘হ্যাপি ড্যাড’ বলেও ট্যাগ করেছেন তিনি।

‘বেবি গার্ল’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রুতি, স্বর্ণেন্দু নাকি ‘হ্যাপি ড্যাড’!
শ্রুতি এবং স্বর্ণেন্দু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। বাংলা টেলিভিশনের এই অভিনেত্রী এবং পরিচালকের প্রেমের খবর ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। কবে বিয়ে করছেন, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি। তবে ‘বেবি গার্ল’ অর্থাৎ কন্যা সন্তানের সঙ্গে সোশ্যাল ওয়ালে অনুরাগীদের পরিচয় করিয়ে দিলেন শ্রুতি।

শ্রুতির সদ্য শেয়ার করা পোস্টে রয়েছে বেবি গার্ল। শুধু তাই নয়, ক্যাপশনে স্বর্ণেন্দুকে ‘হ্যাপি ড্যাড’ বলেও ট্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল রঙা গাড়ির দরজা খুলে দিচ্ছেন স্বর্ণেন্দু। আর সেই গাড়িতে গিয়ে বসেছেন শ্রুতি।

সদ্য ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, ‘আপনারা শুধুমাত্র উইকএন্ড এনজয় করেন? আমি আমার শুটিংয়ের প্রতিটি দিন এনজয় করি। বিহাইন্ড দ্য সিনের মুহূর্তগুলো ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে ভালবাসি আমি…।’

আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।

অন্যদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ একটি বড়সড় পোস্ট করেছেন স্বর্ণেন্দু। তিনি লিখেছিলেন, “সারাদিনে আমার মেসেঞ্জার এ অগণিত রিকোয়েস্ট আসতে থাকে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য…আমার আপনাদের কাছে কয়েকটা কথা বলার…আমার পক্ষে সকলকে সুযোগ দেওয়া সম্ভব না বিশ্বাস করুন,আমি চাইলেও সেটা পারবোনা…আমি একজন সামান্য পরিচালক আর একটি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত,আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সবাইকে সুযোগ দিতাম…আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না যদি সবাইকে সুযোগ দিতে পারতাম…”। নতুনদের উদ্দেশ্যেও বেশ কয়েকটি কথা বলেছেন স্বর্ণেন্দু। যে সমস্ত ব্যক্তি তাঁদের কিছু হবে না এই ভাবে অভিনয় ‘ট্রাই’ করার ইচ্ছে প্রকাশ করেন তাঁদের প্রতি তাঁর বার্তা, “অভিনয় অত সোজা কোনো জিনিস নয় যে সেটা সবার পক্ষে সম্ভব হবে…আর হিরো হিরোইন হওয়ার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না…সর্বোপরি আত্মবিশ্লেষণ টা ভীষণ জরুরি,নিজেকে আগে বিচার করুন, আপনি যে সুযোগটা চাইছেন আপনি কি আদৌ সেটার যোগ্য!?

যদিও যারা অভিনেতা হতে চান তাঁদের জন্য এক সুযোগের দ্বারও খুলে দিয়েছেন পরিচালক। আত্মবিশ্লেষণে বিশ্বাসী তিনি। সেই বিশ্লেষণ করার পরেও যদি নিজেকে যোগ্য মনে হয় তবে সেই ব্যক্তির জন্য নিজের ব্যক্তিগত মেল-আইডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “যারা যারা আত্মবিশ্লেষণ করার পর মনে করবেন আপনারা যোগ্য তারা নিজের দুটো ছবি সহ নিম্নলিখিত মেইল আই ডি তে মেইল করবেন…কারুর ব্যক্তিগত কারণ দেখিয়ে সুযোগ চাইবেন না ওভাবে কাজ হয় না…।”

আরও পড়ুন, কেরিয়ারের ৫১৯তম ছবির শুটিং শেষ করলেন অনুপম খের!

আরও পড়ুন, ডান্স বাংলা ডান্স-এ জমজমাট পারফরম্যান্সে কোন শিল্পীরা থাকছেন?

Next Article