Tollywood News: এটি এক অভিনেত্রীর ছোটবেলার ছবি, কে বলুন তো?

Tollywood News: স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি।

Tollywood News: এটি এক অভিনেত্রীর ছোটবেলার ছবি, কে বলুন তো?
কে ইনি? চিনতে পারছেন? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 7:48 PM

ছবির এই ছোট্ট মেয়েটি এখন অভিনেত্রী। বাংলা টেলিভিশনের আপনি নিয়মিত দর্শক হলে এই অভিনেত্রীকে চেনেন। ওঁর অভিনয় গুণ মুগ্ধ করেছে বহু দর্শককে। কিন্তু ছোটবেলার ছবি দেখে কি বুঝতে পারছেন, ইনি কে?

ইনি শ্রুতি দাস। অভিনয়ের কেরিয়ার খুব বেশি দিনের নয়। কিন্তু তার মধ্যেই দর্শকের ভালবাসা অর্জন করেছেন। নিজের ছোটবেলার কিছু ছবি সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। বাড়িতে হঠাৎই খুঁজে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এত বছর ধরে মায়ের যত্ন করে গুছিয়ে রাখা তাঁর ছোটবেলার জিনিস হাতে পেয়ে খুশি শ্রুতি। ছবি শেয়ার করে আলাপ করিয়ে দিয়েছেন ছোটবেলার ন্যানির সঙ্গেও।

শ্রুতি লিখেছেন, ‘আজ ঘর ঝাড়তে গিয়ে মায়ের সযত্নে ছাব্বিশ বছর ধরে আগলে রাখা আমার ছোট্ট ছোট্ট জামাকাপড়, সোয়েটার, হনুমান টুপি দেখে চোখটা ভিজে উঠল। সব আছে। ছবি, জামা সব, শুধু ফেলে আসা মেয়েবেলায় আর ফেরা হবে না। শেষ ছবিটা টিয়া পিসিমণির, আমার ছোটোবেলার ন্যানি। আচমকা সে দিন রাস্তায় দেখা হওয়ার পর ‘ও টিয়া পিসিমণি’ বলতেই কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন উনি। বললেন, ‘তোমাদের বাড়ির গলির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় রোজ ভাবি একবার ঢুকব, আর হয় না’। বললাম, ‘ভাগ্যিস ঢোকোনি,আমরা তো আড়াই বছর হল, কলকাতায় থাকি গো।’ কী জানি আমি কী করি,আমার নতুন পরিচয় কী! এ সব সম্পর্কে উনি জ্ঞাত কি না! আসার সময় বললাম, ‘কী করে সহ্য করতে আমায় জানি না বাপু’, বললেন, ‘ধুর কী ভালো মেয়ে’। মা পাশ থেকে বলল, ‘তখনও লক্ষ্মী ছিল, আজও লক্ষ্মী কিন্তু আগের মতো ঠাণ্ডা আর বাধ্য নেই।’ তবুও বলছি মা অবাধ্য অলক্ষ্মী মুখোরা রাগী জেদী তেজস্বিনী হয়েও যেন তোর মতো মা হতে পারি।’

View this post on Instagram

A post shared by Shruti Das (@shrutidas_real)

সদ্য শেষ হল ধারাবাহিক ‘দেশের মাটি’। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে জমে উঠেছিল ‘দেশের মাটি’র গল্প। কিন্তু আচমকাই শেষ হয়ে গেল ওই ধারাবাহিক। হঠাৎ ধারাবাহিক শেষ হওয়া নিয়ে প্রশ্নও জমেছিল নানা মহলে। তবে এই ধারাবাহিকে সুযোগ পেয়ে আপ্লুত শ্রুতি। তাঁর উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন।

শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।

আরও পড়ুন, Raj Subhashree: অসুস্থ শুভশ্রীর যত্ন নিচ্ছে ছোট্ট ইউভান!