Srijla Guha: নতুন সিরিয়ালে সৃজলা; চেনা ‘পিহু’ এখন পাইস হোটেলের কেন্দ্রে

Bengali Serial: সৃজলা কিন্তু কিছুদিনের জন্য একটি সিরিয়ালের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন।

Srijla Guha: নতুন সিরিয়ালে সৃজলা; চেনা পিহু এখন পাইস হোটেলের কেন্দ্রে
সৃজলা গুহ।

| Edited By: Sneha Sengupta

Mar 09, 2023 | 8:12 PM

‘মন ফাগুন’ সিরিয়ালে অভিনয় করছিলেন সৃজলা গুহ। চরিত্রের নাম ছিল পিহু। সেই সিরিয়ালেই ঋষিরাজের চরিত্রে অভিনয় করছিলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দুর্দান্ত। টক-ঝাল-মিষ্টি রসায়ন ছিল সৃজলা-ঋষিরাজের। এবং সেই রসায়ন অনুরাগীদেরও বেশ ভাল লেগেছিল। তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জনও শুরু হয়েছিল। সিরিয়ালে অভিনয় করতে-করতে প্রেম ভেঙেছিল সৃজলার। তারপরই ছিল এই গুঞ্জন। তারপর সিরিয়াল বন্ধ হয়। এখন শন কিংবা সৃজলা কেউই কোনও সিরিয়ালে অভিনয় করছেন না। কিন্তু শন TV9 বাংলাকে আগেই বলেছিলেন, তিনি এ বছরের শেষে ফিরছেন সিরিয়ালেই। বর্তমানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে লন্ডনে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন শন। কিছুদিন আগে সেখান থেকে ফিরেছেন। এখন শেক্সপিয়রের উপর একটি আর্কাইভাল কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। অন্যদিকে সৃজলা কিন্তু কিছুদিনের জন্য একটি সিরিয়ালের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন।

সেই সিরিয়ালের নাম ‘হরগৌরি পাইস হোটেল’। ধারাবাহিকে দোল উৎসবের বিশেষ এপিসোডে থাকছেন সৃজলা। এবং সেই কথা তিনি নিজেই জানিয়েছেন প্রোমোতে।

কিছুদিন আগেই সিরিয়ালে যুক্ত হয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। বাড়ির হারিয়ে যাওয়া বড় ছেলের চরিত্রে দেখা যায় তাঁকে। যে ছেলে মানসিকভাবে অন্যরকম হয়ে ফিরে এসেছে সিরিয়ালে। তাঁর অভিনয় তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন দর্শকও। এবার সৃজলা কী জাদু করে সেটাই দেখার পালা!