Tollywood Gossip: কৌশাম্বীর জন্মদিনে মস্ত ভুল আদৃতের! শুধরে দিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Tollywood Gossip: গুঞ্জন আর শুধুই গুঞ্জন নেই। আদৃত রায় ও কৌশামী চক্রবর্তীর সম্পর্ক এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। তাঁদের নিয়ে চর্চাও জারি।
গুঞ্জন আর শুধুই গুঞ্জন নেই। আদৃত রায় ও কৌশামী চক্রবর্তীর সম্পর্ক এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। তাঁদের নিয়ে চর্চাও জারি। গতকাল অর্থাৎ শনিবার ছিল কৌশাম্বীর জন্মদিন। এতদিন প্রেম-বন্ধুত্ব আড়ালে রাখলেও গতকাল প্রকাশ্যেই কৌশাম্বীকে নিয়ে এক আদুরে ছবি পোস্ট করেন আদৃত। তিনি লেখেন, “শুভ জন্মদিম ম্যাড ওম্যান। অনেক খুশী থেকো। সব সময় হাসতে থেকো।” প্রিয় জুটিকে যখন শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ভক্তরাও, তখন কৌশাম্বীর উত্তরে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা বিলম্বিত হত। যাই হোক ধন্যবাদ আদৃত।” ভক্তদের আদৃতকে পাল্টা জিজ্ঞাসা, ‘সে কী দাদা, একটা শুভেচ্ছাও মনে রাখতে পারেন না?” এ সব নিয়েই যখন চলছে জোর আলোচনা, তখন একটা কথা কিন্তু ক্রমশ হয়ে উঠছে পরিষ্কার– সম্পর্কে বন্ধন হচ্ছে আরও গাঢ়। এখন শুধু অফিসিয়াল তকমার অপেক্ষা।
এর আগেও সম্পর্কে জড়িয়েছেন আদৃত। জীবনে এসেছিলেন সুপ্রিয়া মন্ডল। সে প্রেম ভেঙে যায়। যদিও আদৃত প্রেম-ভাঙা নিয়ে ছিলেন নীরব। সে সময় টিভিনাইন বাংলাকে তিনি বলেন, “আজ পর্যন্ত আমি আমার কোনও সাক্ষাৎকারে বলিনি যে আমি প্রেম করছি। তারা নিজেদের ইচ্ছায় লিখেছে যা লেখার। আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। নিজেদের ইচ্ছায় আমাকে বিয়ে দিচ্ছিল। আমি কখনও বলিনি আমার বিয়ে ভেঙেছে। তারাই আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আগ্রহীই নই। যার যেমন ইচ্ছে, লিখতেই পারে। আমার একটাই জিনিস খারাপ লাগে, একজায়গায় লিখেছে আদৃতের ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার। যা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি সম্পূর্ণ ভাল আছি।” তবে সাম্প্রতিক ছবি বলছে অন্য কথা। তিনি প্রেমেই আছেন। ভাল যে আছেন, সে প্রমাণও দিচ্ছে ওই ছবিগুলিই।