Ranbir-Rupali: রণবীর কাপুরের সঙ্গে দেখা রূপালি গঙ্গোপাধ্যায়ের, দিলেন ‘ব্রক্ষ্মাস্ত্র’ অভিনেতাকে বিশেষ টিপস

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 08, 2022 | 11:54 PM

Ranbir-Rupali: রূপালি একই সঙ্গে টিভি সিরিয়াল ‘অনুপমা’ এবং প্রিক্যুয়েল ওয়েব সিরিজ ‘অনুপমা - নমস্তে আমেরিকা’র শুটিং  করছেন। তিনি জানিয়েছিলেন যে দুটি শোয়ের শুটিং একসঙ্গে করা তাঁর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং।

Ranbir-Rupali: রণবীর কাপুরের সঙ্গে দেখা রূপালি গঙ্গোপাধ্যায়ের, দিলেন ‘ব্রক্ষ্মাস্ত্র’ অভিনেতাকে বিশেষ টিপস
রণবীরের সঙ্গে রূপালি

Follow Us

শ্রীময়ী মেগা ধারাবাহিকের হিন্দি ভার্সান অনুপমা। বাংলার মতোই হিন্দিতেও এই ধারাবাহিক সমান জনপ্রিয়। অনুপমার চরিত্রে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Gangopadhyay)। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শক মন জয় করেছেন। রূপালির মতে, এই চরিত্র তাঁকে জীবনে অনেক কিছু দিয়েছে। এবার তাঁর আর একটি স্বপ্নও পূরণ করল এই ধারাবাহিক। তিনি অন্যতম প্রিয় অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। নিজেই সেই ছবি ভাগ করেছেন রূপালি তাঁর সোশ্যাল মিডিয়াতে। কয়েকটি ছবি আর সঙ্গে একটি হৃদয় ছোঁয়া ক্যাপশন দিয়েছেন তিনি পোস্টে। একটি ছবিতে দেখা যাচ্ছে রণবীর তাঁকে শক্ত করে আলিঙ্গন করে রয়েছেন। একটি ভিডিয়োও রয়েছে দুইজনের সাক্ষাতের।

রণবীরের সঙ্গে তাঁর সাক্ষাতের কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করে রূপালি যা লিখেছেন, “আমি তাঁকে ভালোবাসি ❤️❤️ একজন অভিনেতা পার এক্সেলেন্স! একজন অত্যন্ত নম্র ডাউন টু আর্থ সুপারস্টার তিনি। তাঁর প্রতিভা অতুলনীয় ❣️ আমার পরম প্রিয় অভিনে।” এখানেই থামেননি অনুপমা। তিনি ধারাবাহিকের প্রযোজক রাজন শাহীকেও ধন্যবাদ জানান, তাঁকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে তাঁর রণবীরের সঙ্গে দেখা হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। “অনুপমার জন্য ধীরে ধীরে সব স্বপ্ন পুরোন হচ্ছে। আমাকে আমার স্বপ্নগুলোকে সত্যি করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমি আজীবন মনে করে রাখব। ❤️ তাঁর সঙ্গে একটি সম্পূর্ণ পর্ব এবং একটি রিলও রইল,” যোগ করেছেন রূপালি।

ভিডিয়োতে রণবীর অনুপমাকে বলেছেন, “বিশ্বের সেরা বাবা হওয়ার জন্য, আপনি আমাকে কিছু টিপস দিতে পারেন?” রূপালি তারপর তাঁকে শেখায় কীভাবে একটি বাচ্চাকে কোলে নিতে হয়। তাঁর কোলে একটি প্রপ ডল দিয়ে ধরে রাখতে বলেন এবং পরে রণবীর পুতুলটিকে তাঁর মেয়ে বলে সম্বোধন করেন এবং বলেন, “আলে লে মেরি বেটি (আমার মেয়ে)”৷ এই ভিডিয়োওটি শীঘ্রই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়৷

রূপালি একই সঙ্গে টিভি সিরিয়াল ‘অনুপমা’ এবং প্রিক্যুয়েল ওয়েব সিরিজ ‘অনুপমা – নমস্তে আমেরিকা’র শুটিং  করছেন। তিনি জানিয়েছিলেন যে দুটি শোয়ের শুটিং একসঙ্গে করা তাঁর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ তাঁর মতে, “বিশেষ করে একজন অভিনেতা হিসেবে আমার জন্য উভয় চেহারার পরিবর্তনের মধ্যে কাজ করা কঠিন ছিল। টিভি সিরিজে আমার বয়স ৪৫ বছর এবং ওয়েব সিরিজে আমার বয়স ২৭। কিন্তু  মসৃণতার সঙ্গে এই পরিবর্তনকে দেখানো হচ্ছে”।

 

Next Article