
মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। তবে এবার শুটিং সেটের ভিডিয়ো দিতেই ঝড়ের গতিতে ভাইরাল হলেন সেলেব। অ্যাকশন সিক্যুয়েন্সের ভিডিয়ো শেয়ার করলেন একটি বিট গানের সঙ্গে। দেখে মনে হয় ঠিক যেন মিম। মুহূর্তে তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। অ্যাকশন দৃশ্য হয়ে ওঠে কমেডির দৃশ্য। মুহূর্তে ভক্তরা এসে কমেন্ট বক্সে জায়গা করে নিলেন। হাসির রোল উঠল। তবে এই প্রথম নয়, অতীতেও বারে বারে এই ধাঁচের ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
মোনালিসা, বাংলার ঝুমা বৌদি, বর্তমানে তিনি গোটা ভারতে এক পরিচিত মুখ। তবে কেরিয়ারের শুরুটা কি সত্যি এতটা সুন্দর ছিল? বিগ বস হোক বা নজর ধারাবাহিক, বারে বারে চর্চিত তাঁর উপস্থিতি। তিনি যখন কাজ শুরু করেছিলেন তাঁর কথায়, মোটেও সবটা খুব স্বাভাবিকভাবে হয়নি। কারণ তাঁর সময় অনেক কিছু ছিল না, অনেক সুবিধাই তাঁর সময় ছিল না, যা বর্তমানে সকলে অনায়াসে পাচ্ছে। ফলে এখন কাজ পাওয়াটা নিজেকে তুলে ধরাটা অনেকবেশি সুবিধের বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর সময় নিজেকে প্রমাণ করতে যতটা পরিশ্রম করতে হতো, তা এখনকার অভিনেত্রীদের করতে হয় না। যার একটি বড় কারণ সোশ্যাল মিডিয়া।