Tollywood Gossip: পুরস্কারেই কি গলবে বরফ? বিশেষ দিনে মা’র জন্য বার্তা অহনার

Tollywood Gossip: টিভিনাইন বাংলা আয়োজিত 'ঘরের বায়োস্কোপ' অ্যাওয়ার্ডে সেরা খলনায়িকা বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছেন 'অনুরাগের ছোঁয়া' খ্যাত মিশকা ওরফে অহনা দত্ত।

Tollywood Gossip: পুরস্কারেই কি গলবে বরফ? বিশেষ দিনে মা'র জন্য বার্তা অহনার
মায়ের সঙ্গে অহনার দূরত্ব কি কমবে অবশেষে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 11:32 AM

 

টিভিনাইন বাংলা আয়োজিত ‘ঘরের বায়োস্কোপ’ অ্যাওয়ার্ডে সেরা খলনায়িকা বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত মিশকা ওরফে অহনা দত্ত। অহনার বয়স মোটে কুড়ি। তবে এই বয়সেই তাঁর ব্যক্তিগত জীবন চর্চায়। তিনি ভালবাসেন ওই ধারাবাহিকেরই রূপটান শিল্পী দীপঙ্কর রায়কে। যদিও মেয়ের এই পছন্দ একেবারেই না পসন্দ তাঁর মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের। এই নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই মা-মেয়ের ঝামেলা প্রকাশ্যে এসেছে। তবে এই একটা পুরস্কারই মিলিয়ে দেবে দু’জনকে? অহনার পোস্ট দেখে অনুরাগীদের মনে হওয়া খানিক তেমনটাই। প্রথম বার কাজের জন্য পুরস্কার পেয়ে আপ্লুত মিশকা একটি পোস্ট করে। টিভিনাইন ও দর্শককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “জীবনে অভিনয়ের জন্য পাওয়া প্রথম পুরস্কার। মিশকাকে প্রত্যেকটা গালাগালি আমার একান্ত কাম্য। অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটা মেম্বার এর কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।”

অনুষ্ঠানের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন অহনা। বেশ কিছু ছবিও আপলোড করেছেন। তবে শেষ ছবিটতেই চোখ আটকে যায়। একপাশে অ্যাওয়ার্ড ও অন্যদিকে মায়ের এক ছবি শেয়ার করেছেন তিনি। না বলেও যেন অনেক কিছু বলে দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন জীবনের অন্যতম খুশির দিনে বারেবারেই মা’কে মনে পড়ছে তাঁর। আর এই পোস্ট দেখেই নেটিজেনদের একটা বড় অংশের অনুরোধ, “সব ঠিক করে নাও প্লিজ”। প্রসঙ্গত, ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অহনার সঙ্গী ছিলেন প্রেমিক, মা নয়। এই মুহূর্তে তাঁর সঙ্গেই থাকেন অহনা। তাঁদের প্রেমময় ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমের আনাচে কানাচে। মা কি মেনে নেবেন সম্পর্ক, নাকি মায়ের কথা মেনে নেবেন অহনা, সে উত্তর তো রয়েছে সময়ের কাছে।