Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টানা তিন মাস কেমোথেরাপির পর কেমন আছেন ঐন্দ্রিলা?

ঐন্দ্রিলার হেলথ আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। 13cms X 11cms X 9cms - ফুসফুসে বাসা বাঁধা ঐন্দ্রিলার ক্যানসারাস টিউমারটার আয়তন ছিল এমনটাই।

টানা তিন মাস কেমোথেরাপির পর কেমন আছেন ঐন্দ্রিলা?
পাশে রয়েছে সব্যসাচী।
Follow Us:
| Updated on: May 25, 2021 | 9:41 PM

ক্যানসার বাসা বেঁধেছিল দ্বিতীয় বার। হার তো দূর, প্রথম কেমো নিয়ে রীতিমতো শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তিন মাস পর কেমন আছেন তিনি?

ঐন্দ্রিলার হেলথ আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। 13cms X 11cms X 9cms – ফুসফুসে বাসা বাঁধা ঐন্দ্রিলার ক্যানসারাস টিউমারটার আয়তন ছিল এমনটাই। তিন মাসের কেমোথেরাপির পর তার আয়তন কমে এসেছে অনেকটাই। চলেছে ওষুধ, প্রপার ডায়েট এবং প্রিয়জনদের ভালবাসা। এই তিনকে আঁকড়ে নিয়ে ঐন্দ্রিলা তার চিকিৎসার দ্বিতীয় ধাপে পা দিতে চলেছেন বুধবার। এবার সার্জারি।

ওই অর্ধেক হয়ে আসা টিউমারকে পুরোউরি নির্মূল করতে আগামী ২৮ তারিখ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সার্জারি হবে তাঁর। টিভিনাইন বাংলাকে এ কথা জানিয়েছেন সব্যসাচী নিজেই। শরীরে মারণরোগ, তা সত্যেও ঐন্দ্রিলার মনের জোর আর মুখের হাসি মিলিয়ে যায়নি একেবারেই। অবসাদ? তাঁর ডিকশানারিতে নেই, এ কথা জানাচ্ছেন সব্যসাচী নিজেই। লিখেছেন, “আজ অবধি আমি ওকে অবসাদে ভুগতে দেখিনি, দাঁতে দাঁত চিপে সব কষ্ট সহ্য করতে দেখেছি। যদি আগের ছবিগুলো দেখে থাকো, তাহলেই দেখবে সব ছবিতেই ওর হাসিটা অটুট থাকে।”

আরও পড়ুন- সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, জড়িয়ে ধরে বলছে, ‘কতটা মিস করেছি জানো?’: ঐন্দ্রিলা শর্মা 

এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। এবারেও ফিরবেন, আশাবাদী তাঁর অনুরাগীরা। সব্যসাচী তো রয়েইছেন, তাঁকে আদরে আঁকড়ে রাখার জন্য।