গুগল বলছে ৫৩টি বসন্ত পার করেছেন অক্ষয় কুমার। অন্যদিকে কপিল শর্মার বয়স গুগুল জানাচ্ছে ৪০ বছর। বয়সে ১৩ বছরের ছোট কপিলরই প্রকাশ্যে পায়ে হাত দিলেন অক্ষয় কুমার। চেয়ে নিলেন আশীর্বাদ। কেন?
সম্প্রতি শুরু হতে চলেছে কপিল শর্মার শো’য়ের নতুন সিজন। ওই সিজনেই নিজের আসন্ন ছবি বেল-বটমের প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার। কপিল শেয়ার করেছেন শো’য়ের এমনই এক ‘বিটিএস’ অর্থাৎ বিহাইন্ড দ্য সিন মুহূর্ত যেখানে কপিলের পায়ে হাত দিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। এখানেই শেষ নয়, সেই ছবি কপিল নিজেই শেয়ার করেছেন তাঁর সোশ্যাল ওয়ালে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় লিখেছেন, “বিখ্যাত অভিনেতা শ্রী অক্ষয় কুমার তাঁর নতুন ছবির জন্য আমার থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন।” সঙ্গে বেশ কয়েকটি হাসির ইমোজি। হ্যাঁ, মজা করেছেন কপিল। যত বড় অভিনেতাই অক্ষয় কুমার হোন না কেন মজা করতে ছাড়েননি তিনি।
পাল্টা পাটকেল ফিরিয়েও দিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, “আশীর্বাদ নেওয়ার পর অক্ষয় কুমার কপিল শর্মার হাঁটুতে তাঁর বুদ্ধি খুঁজে বেড়াচ্ছে…।” দুই তারকার এ হেন ‘ব্যান্টারে’ বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। অক্ষয় কুমারের ‘জবাব’ দেখে নেটিজেনদের বক্তব্য ‘মোক্ষম’।
কৃষ্ণা অভিষেক, ভারতী সিং, কিকু সারদা, চন্দন প্রভাকরকে নিয়ে আবারও যাত্রা শুরু করছেন কপিল। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কপিল আগেই বলেছিলেন, “নতুন ট্যালেন্ট, নতুন লেখক, অভিনেতাদের স্বাগত জানাতে তৈরি আমি। এমন শিল্পীদের নিয়ে এ বারের শো, যাঁদের সত্যিই কাজটার প্রতি প্যাশন রয়েছে।” শোনা গিয়েছিল, অর্চণা পূরণ সিং নাকি চলতি বছর কপিলের শো থেকে বাদ পড়েছেন। গুজব উড়িয়ে তিনিও শো’য়ে থাকছেন।
কয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে দাবি করেছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনয়রার জন্ম হয়। কিছুদিন আগেই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে।