Albert Kabo: ভাঙা মন নিয়ে স্বপ্নে উড়ান, আবারও রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 17, 2023 | 2:00 PM

Viral Video: কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠলো, কাঁপা গলা সকলকে জানালেন তিনি আসতে চাননি, এই মঞ্চে তারপর ভাগ করে নিলেন বিগত কয়েক মাসে তাঁর পরিবারের উপর দিয়ে ঠিক কী ঝড় বয়ে গিয়েছে।

Albert Kabo: ভাঙা মন নিয়ে স্বপ্নে উড়ান, আবারও রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো

Follow Us

আলবার্ট কাবো, মনে পড়ে এই নামটা! বাংলার জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতার রিয়ালিটি শো, সা রে গা মা পা-এর মঞ্চে উঠে এসেছিল এই প্রতিভা। অ্যালবার্ট কাবোকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ হচ্ছিল তুঙ্গে। তাণর মধুর কণ্ঠস্বর, তাঁর সুর, তাঁর গায়েকি সমস্তটাই শ্রোতাদের মন জয় করেছিল রাতারাতি। পাহাড়ের মানুষ অ্যালবার্ট কাবো লেপচা। এক বুক স্বপ্ন নিয়ে কলকাতায় ছুটে এসেছিলেন সঙ্গীত জগতে সফর শুরু করবে বলে। পাহাড় কোলে পড়েছিল তাঁর পরিবার, ছিল তার অন্তঃসত্তা স্ত্রী। সবটাই খুব সুন্দরভাবে এগোচ্ছিল কাবোর, দিন দিন তিনি হয়ে উঠেছিলেন পাহাড়ি মানুষদের কাছে অরুপ্রেরণা। কিন্তু হঠাৎ এই সুখের জীবনে ঘটে ছন্দপতন, সন্তান হারা হয় কাবো।

তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়, নিজের মতো করে নিজের পরিবার ও নিজেকে সামলাতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন কাবো। তবে স্বপ্নকে দমিয়ে রাখেননি, পৌঁছে গিয়েছেন জি টিভর মঞ্চে। অর্থাৎ এবার আর স্থানীয় নয়, জাতীয় স্তরে প্রতিযোগী কাবো। জি টিভির এই জনপ্রিয় রিয়ালিটি শো জন্ম দিয়েছে বহু শিল্পীর। এবার সেই মঞ্চে গেয়ে সকল বিচারকের মন জয় করে নিলেন গায়ক। কিন্তু তাঁর সেই মধুর কণ্ঠস্বর শোনার পরই প্রত্যেকের চোখ ভিজলো জলে।

কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠলো, কাঁপা গলা সকলকে জানালেন তিনি আসতে চাননি, এই মঞ্চে তারপর ভাগ করে নিলেন বিগত কয়েক মাসে তাঁর পরিবারের উপর দিয়ে ঠিক কী ঝড় বয়ে গিয়েছে। কঠিন যন্ত্রণার কথা শুনে, কাবোর এই সাহস দেখে, প্রত্যেকে সাধুবাদ জানালেন তাঁকে। এই রিয়্যালিটি শো শুরু হতে চলেছেন চলতি মাসেই। এখন দেখার সকল যন্ত্রণা পেছনে ঠেলে, স্বপ্নের পাখায় ঠিক কতটা উড়ান দিতে পারেন এই গায়ক। রিয়্যালিটি শো-র প্রোমো প্রকাশ্যে আসা মাত্রই বাংলার ভক্তদের মুখে ফুটলো হাসি। আবারও শোনা যাবে কাবোর কণ্ঠস্বর, আবারও একের পর এক গান উপহার দিয়ে সকলের মন জয় করবেন তিনি, অপেক্ষায় বাংলার দর্শকেরা।

Next Article