Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: রিয়ালিটি শো’য়ের প্রতিযোগী খেয়ালি-ই জলসার নতুন ধারাবাহিকের নতুন মুখ

ধারাবাহিকের নাম আলতা ফড়িং। ধারাবাহিকের খেয়ালির নাম ফড়িং। অন্যদিকে অর্ণবের নাম অভ্রদীপ চট্টোপাধ্যায়।

Bengali Serial: রিয়ালিটি শো'য়ের প্রতিযোগী খেয়ালি-ই জলসার নতুন ধারাবাহিকের নতুন মুখ
রিয়ালিটি শো'য়ের প্রতিযোগী খেয়ালি-ই জলসার নতুন ধারাবাহিকের নতুন মুখ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 8:50 PM

রিয়ালিটি শো নিয়ে অভিযোগ বহুকালের, রিয়ালিটি শো থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের ভবিষ্যৎ কী হয়, আদপে তাঁরা জায়গা করে নেয় কিনা তা নিয়ে চর্চা চলছেই। তবে হালফিলে বাংলা টিভি দুনিয়ায় তুরুপের তাস রিয়ালিটি শো থেকে উঠে আসা প্রতিযোগীরাই। সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ হতে চলেছেন ওই চ্যানেলেরই নাচের রিয়ালিটি শো’র মেঘা। ধারাবাহিকের নাম ‘পিলু’।

এবার প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসাও হাঁটল একই পথ ধরে। রিয়ালিটি শো’তে অংশ নেওয়া খেয়ালিই এখন স্টারের নতুন ধারাবাহিকের নতুন মুখ। বিপরীতে জায়গা করে নিয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়, যিনি বিগত বেশ কিছু বছর ধরেই ছোট পর্দার পরিচিত মুখ।

ধারাবাহিকের নাম আলতা ফড়িং। ধারাবাহিকের খেয়ালির নাম ফড়িং। অন্যদিকে অর্ণবের নাম অভ্রদীপ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো। টিভিনাইন বাংলাকে অর্ণব জানালেন, গল্পে তিনি একজন ব্যাঙ্ককর্মী। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটির উপর বাড়ির দায়িত্ব। ত্রাণের কাজে তাঁকে ব্যাঙ্ক থেকে পাঠানো হয়েছে। অন্যদিকে প্রোমোতে দেখা গিয়েছে ফড়িং ও তাঁর মা ইট ভাটায় কাজ করে। সে ভালবাসে জিমন্যাস্টিক দেখাতে। আচমকাই প্রাকৃতিক দুর্যোগে ভেসে যায় তাঁর বাড়ি-ঘর। প্রবল বন্যায় মা’কেও হারিয়ে ফেলে সে। ঠিক তখনই নায়কের ভূমিকায় আবির্ভাব অভ্রদীপের। ত্রাণের কাজে তাঁকে ব্যাঙ্ক থেকে পাঠানো হয়েছে বন্যাকবলিত মানুষদের কাছে। ফড়িংকে সে উদ্ধার করে, তাঁর মা’কে পারে কি? এ নিয়েই গল্প।

খেয়ালি নাচের রিয়ালিটি শো’তে অংশ নেওয়ার পাশাপাশি এই মুহূর্তে মৌ এর বাড়ি বলে এক ধারাবাহিকেও অভিনয় করছে। শুটিং হয়েছে গাদিয়ারা আর বানতলায়। অর্ণব জানালেন, প্রোমো শুট হলেও এখনও পর্যন্ত শুটিং শুরু হয়নি। তবে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের গোড়ার দিকেই স্টার জলসায় আসতে চলেছে ‘আলতা ফড়িং’।