Charu Asopa-Rajeev Sen: দাম্পত্যে চরম তিক্ততার মধ্যেই মেয়ের কাছাকাছি সুস্মিতার ভাই, সম্পর্ক জোড়া লাগছে?

Bollywood: বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রাজীব। তাতে দেখা যাচ্ছে, কখনও বাবার কোলে মাথা রেখেছে মেয়ে আবার কখনও বা দুজনেই মেতেছে খুনসুটিতে।

Charu Asopa-Rajeev Sen: দাম্পত্যে চরম তিক্ততার মধ্যেই মেয়ের কাছাকাছি সুস্মিতার ভাই, সম্পর্ক জোড়া লাগছে?
মেয়ের কাছাকাছি সুস্মিতার ভাই

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 01, 2022 | 7:40 AM

অভিনেত্রী চারু আসোপা ও সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের মধ্যে সম্পর্ক যে মোটেও ভাল যাচ্ছে না এ কথা আর অজানা নয়। আইনি পথেও হাঁটছেন তাঁরা। রাজীবের বাড়িতে পৌঁছেছে বিচ্ছেদের নোটিস। তবে এরই মধ্যে এক মন ভাল করা ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। মেয়ে জাইনার সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন রাজীব। সেই ছবি পোস্টও করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “বাবা তোমায় সবচেয়ে বেশি ভালবাসে”।

বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রাজীব। তাতে দেখা যাচ্ছে, কখনও বাবার কোলে মাথা রেখেছে মেয়ে আবার কখনও বা দুজনেই মেতেছে খুনসুটিতে। রাজীব আরও লিখেছেন, “ইতিমধ্যেই ৯ মাস হয়ে গেল। বাবার রাজকন্যা”। বিয়ের মাত্র তিন বছরের মাথায় কেন আলাদা হচ্ছেন রাজীব-চারু? ব্যক্তিগত সমস্যা নিয়ে এর আগে দুজনেই প্রকাশ্যে মুখ খুলেছিলেন। চারু অভিযোগ করেছিলেন রাজীব ইচ্ছা করে মিথ্যে কথা রটাচ্ছেন তাঁর নামে। তিনি বলেছিলেন, ““আমি কোনওদিনও আমাদের বৈবাহিক সম্পর্কের সমস্যা নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু যেহেতু রাজীব আমার নামে মিথ্যে রটাচ্ছে তাই আমিও মুখ খুলতে বাধ্য হচ্ছি। আমার সম্মানহানি করছে ও। হ্যাঁ আমরা আলাদা হচ্ছি। আমি নিজেই এই কাজ শুরু করেছি।”

এখানেই থামেননি চারু। তিনি আরও যোগ করেন, ““সকলেই জানেন বিয়ের পর থেকেই আমাদের মধ্যে নানা সমস্যা হচ্ছিল। আমি আর পারছিলাম না। বহুবার সুযোগ দিয়েছিলাম ওঁকে। সুযোগ দিতে দিতে তিন বছর কেটে গিয়েছে। আর নিতে পারছি না। আমাদের সম্পর্কে আর কিছু বাকি নেই। আমি চাই না আমাদের মেয়েও এই তিক্ত সম্পর্কের মধ্যে দিয়ে বেড়ে উঠুক।” চুপ না থেকে মুখ খুলেছিলেন রাজীবও। তাঁর বক্তব্য ছিল তাঁর সঙ্গে বিয়ের আগে চারু যে আরও একবার বিবাহিত ছিলেন সে কথা নাকি বেমালুম চেপে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তিনি বলেছিলেন, “আমাদের থেকে এই সত্যি লুকিয়ে রাখা হয়েছিল। আমি কিচ্ছু জানতাম না। কথাটা জানাজানি হতেই আমি চমকে গিয়েছি। ও তো আমাকে বলতে পারত। আমি অনায়াসেই এই সত্যি গ্রহণ করে নিতাম”। যদিও চারুর দাবি করেন, তাঁর আগের বিয়ের কথা আগেই জানিয়েছিলেন রাজীবকে। চারু যোগ করেছিলেন, “২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়, ২০১৬ সালে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। আমি রাজীবকে সে কথা জানিয়েওছিলাম। কিন্তু জানি না কেন এমন বলছে এখন।”
এই সব সাংসারিক বিষয় নিয়ে অশান্তি যখন তুঙ্গে, সম্পর্কও তলানিতে তখন ওই কয়েকটি মিষ্টি ছবি যেন আশার আলো। তবে কি আবারও সবকিছু জোড়া লাগতে চলেছে? বিচ্ছেদের প্রান্তে এসেও মত বদলাচ্ছেন তাঁরা? এমনটাই প্রার্থনা নেটিজেনদের।