Tollywood Gossip: ‘অশ্লীল, বেমানান…’, অনামিকার ভিডিয়ো সামনে আসতেই তুমুল তুলোধনা

Tollywood Gossip: অনামিকা চক্রবর্তী-- ছোট পর্দার হিয়া তিনি। শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পর্দার রসায়ন দর্শকদের বড়ই প্রিয়। এবার সেই অনামিকার দর্শকদের রোষানলে। নেপথ্যে তাঁর এক ভিডিয়ো।

Tollywood Gossip: 'অশ্লীল, বেমানান...', অনামিকার ভিডিয়ো সামনে আসতেই তুমুল তুলোধনা
অনামিকার ভিডিয়ো সামনে আসতেই তুমুল তুলোধনা
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 9:14 PM

অনামিকা চক্রবর্তী– ছোট পর্দার হিয়া তিনি। শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পর্দার রসায়ন দর্শকদের বড়ই প্রিয়। এবার সেই অনামিকার দর্শকদের রোষানলে। নেপথ্যে তাঁর এক ভিডিয়ো। নাচের ভিডিয়ো পোস্ট করছেন তিনি। আর তা পোস্ট করতেই ক্ষোভে ফেটে পড়ছেন নেটপাড়ার একটা বড় অংশ। কী এমন রয়েছে ভিডিয়োতে যে নেটিজেন উগরে দিয়েছেন ক্ষোভ? অনামিকার পোশাকটিই চক্ষুশূল হয়েছে নেটিজেনদের। বিভাজিকা সুস্পষ্ট, খোলা চুল– শারীরিক বিভঙ্গে নায়িকা সুপারহট। কিন্তু ওই যে মধ্যিখানে কাঁটা ট্রোলিং, তা যে থামার নয়। কটাক্ষ উড়ে এসেছে তাঁর ওজন নিয়েও। বিগত বেশ কিছু মাস ধরে ওজন খানিক বাড়িয়ে ফেলেছেন এই নায়িকা। তা উল্লেখ করে এক নেটিজেন লিখেছেনে, ” আগে নিজের ওজন ঠিক করুন। তারপর এ সব পোশাক পরবেন।” আর একজনের মন্তব্য, “যা নেচেছেন, সবার সঙ্গে বসে দেখার অযোগ্য।” অনামিকা যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। ট্রোলিং যে তাঁদের নিত্যসঙ্গী। এর আগে বহুবার তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু নায়কের। শোনা গিয়েছে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও গসিপ। তবে বর্তমানে তিনি উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে সম্পর্কে আছে, সেই সম্পর্কেরই অনেক দিন পার হয়েছে। এর আগে এক সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছিলেন এ বার তাঁরা বিয়ে নিয়ে ভাবছেন। সঙ্গেও এও জানিয়েছিলেন বড়সড় করে বিয়ে করার প্ল্যান নেই তাঁদের। কেবল ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনও থাকবেন বিয়েতে।

ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটিয়ে ফেলেছেন অনামিকা। ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ ও ‘রাজযোটক’-এ তিনিই ছিলেন প্রধান চরিত্র। এ ছাড়াও কাজ করেছেন বহু ওয়েব সিরিজেও। ‘হোলি ফাক’ সিরিজে তাঁর কাজ নিয়ে নানা আলোচনা হয়েছিল। অন্যদিকে উদয়কে দেখা গিয়েছে পার্শ্ব চরিত্রেই। প্রেমের গাড়ি এগচ্ছে তরতর করে। বিয়ে কবে করেন, এখন সেটাই দেখার।