ডিজিটাল দুনিয়ায় ফেক প্রোফাইল তৈরি কুকীর্তি নতুন নয়। সাধারণ যে এই সমস্যার বাইরে তা কিন্তু নয়। তবে তারকাদের ক্ষেত্রে সেই গড় খানিক বেশি। এই যেমন অনিন্দিতা রায় চৌধুরী– বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। ফেক প্রোফাইল নিয়ে জেরবার তিনিও। উগরে দিলেন বিরক্তি। একই সঙ্গে করলেন সাবধান। কী ঘটেছে তাঁর সঙ্গে? অনিন্দিতা জানান, তাঁর ছবি ও নাম ব্যবহার করে নানারকমের ফেক প্রোফাইলে তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, সেখান থেকে চলছে একের পর এক বাজে কাজ।
অনিন্দিতার কথায়, “মানুষকে বিরক্ত করা হচ্ছে। বলা হচ্ছে ‘টাকা দিলে কাজ দেব’, কখনও অশ্লীল শব্দ ব্যবহার করে মেসেজ করা হচ্ছে।” তিনি জানান, এ নিয়ে অতীতে সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও কোনও উপকার হয়নি তাঁর। নিজের প্রোফাইলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “এই ছবিটি আমার আসল অ্যাকাউন্ট, সঙ্গে একটি ব্লু টিক আছে । বাকি সব অ্যাকাউন্ট ফেক”। অনিন্দিতার এই পোস্টে এক অনুরাগী মন্তব্য বক্সে লেখেন, অনিন্দিতার নামে তৈরি করা এক ফেক প্রোফাইল থেকে মেসেজ গিয়েছিল তাঁর কাছেও। তাঁকে জিজ্ঞাসাও করা হয় তিনি ধারাবাহিকে অভিনয় করেন কিনা। যদিও তিনি বুঝতে পারেন, অনিন্দিতা মেসেজ করেননি,তাই বড় কোনও ‘স্ক্যাম’-এর আগেই সরে আসেন।
তবে শুধু অনিন্দিতাই নয়, অতীতে রাজ চক্রবর্তী থেকে শুরু করে মানালি দে, সবাইকেই এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। দেবের প্রযোজনা সংস্থার লোগো ও ছবি ব্যবহার করে কাজ পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে স্ক্যামাররা। এই নিয়ে অতীতে দেব-রাজ সবাই সামাজিক মাধ্যমে তাঁদের অনুরাগীদের সাবধানও করেছেন। কিন্তু সাইবার অপরাধের শেষ যে নেই, অনিন্দিতা যেন সেই বার্তাই দিলেন আবারও।