Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: ৩৭ বছরে অঙ্কিতা, বিয়ের পর প্রথম জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন স্বামী ভিকি?

অঙ্কিতার ইনস্টা স্টোরি থেকেই রাত পোশাকেই বরের পাশে দাঁড়িয়ে কেক কাটেন তিনি। তাতে বড় বড় করে লেখা মিসেস জৈন। পাশে দাঁড়িয়ে রয়েছেন ভিকি।

Ankita Lokhande: ৩৭ বছরে অঙ্কিতা, বিয়ের পর প্রথম জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন স্বামী ভিকি?
বিয়ের পর প্রথম জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন স্বামী ভিকি?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 9:03 AM

বিয়ে হয়েছে সদ্য। বিয়ের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে স্ত্রীর জন্মদিন। অঙ্কিতা লোখন্ডের বিশেষ দিনে হাত গুটিয়ে বসে থাকলেন না স্বামী ভিকি জৈন। বরং ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই রীতিমতো সারপ্রাইজ প্ল্যান করলেন তিনি। কী ছিল সেই সারপ্রাইজে?

অঙ্কিতার ইনস্টা স্টোরি থেকেই রাত পোশাকেই বরের পাশে দাঁড়িয়ে কেক কাটেন তিনি। তাতে বড় বড় করে লেখা মিসেস জৈন। পাশে দাঁড়িয়ে রয়েছেন ভিকি। রয়েছেন অভিনেত্রী অশিতা ধাওয়ানও। তবে শুধু অঙ্কিতা-ভিকিই নয়, হাজির ছিলেন পরিবারের অন্যান্য সদস্যও। গভীর রাত্রে যে সেলিব্রেশন বেশ ভাল ভাবেই হয়েছে সে আঁচ করাই যায়। এখানেই শেষ নয়। অঙ্কিতাকে নিয়ে একটি পোস্টও করেছেন ভিকি। প্রেমের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন মিসেস জৈন।” মন্তব্য বক্সে পাল্টা অঙ্কিতাও বরকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “অনেক অনেক ধন্যবাদ মিস্টার জৈন”।

দিন কয়েক আগেই মুম্বইয়ের এক সাততারা হোটেলে বিয়ে সেরেছেন অঙ্কিতা ও ভিকি। লাল লেহেঙ্গা নয়, বিশেষ দিনে অঙ্কিতা সাজেন সোনালি লেহেঙ্গায়। আগুনকে সাক্ষী রেখে সাতপাক, সিঁদুরদান বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠানে ফাঁক রাখেননি অঙ্কিতা। শুধু বিয়ের দিনই কেন, বিগত বেশ কিছু দিন ধরেই চলেছে ভিকি অঙ্কিতার বিয়ের আগাম সেলিব্রেশন। মেহেন্দি থেকে সঙ্গীত, অঙ্কিতার পোশাক হয়ে উঠেছিল নেটিজেনদের চর্চার অন্যতম টপিক। নেটিজেনদের মন ছুঁয়েছিল সঙ্গীতের রাতে ভিকির উদ্দেশে বলা অঙ্কিতার কথাগুলি। যে কথায় ছিল একে অপরের পাশে থাকার অঙ্গীকার, একসঙ্গে বাঁধা পড়ার অধীর আকাঙ্ক্ষা।

View this post on Instagram

A post shared by Vicky Jain (@jainvick)

২০০৯ সালে পবিত্র রিস্তা ধারাবাহিকের সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অঙ্কিতার। একটা লম্বা সম্পর্কের ইতি হয় বছর ছয় বাদে। অঙ্কিতা নাকি ভেঙে পড়েছিলেন, জানিয়েছিলেন তাঁরই ঘনিষ্ঠ মহল। ভিকিকে চিনতেন সুশান্তও। শোনা যায়, ভিকির সঙ্গে নাকি অঙ্কিতার সম্পর্ক বছর তিনেকের। সুশান্তের মৃত্যুর পর একমাস সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন অঙ্কিতা। সংবাদমাধ্যমে বলেছিলেন, সুশান্ত আত্মহত্যা করতে পারেন না। কেউ বলেছিলেন পাবলিসিটি স্টান্ট, আবার সুশান্ত ভক্তের একটা বড় অংশ দাঁড়িয়েছিলেন অঙ্কিতার পাশে। সময়ের সঙ্গে সঙ্গে শোকের আয়ু কমলেই ভিকির সঙ্গে অঙ্কিতা ছবি পোস্ট করতেই সেই সব ভক্তই জ্বলে উঠেছিলেন তেলে-বেগুনে। অঙ্কিতার নতুন জীবন শুরু করার অধিকার নিয়েও আক্রমণ উড়ে এসেছিল ক্রমাগত। এই গোটা সময়টাতেই ভিকি কিন্তু সঙ্গে ছিলেন তাঁর। প্রাক্তনের মৃত্যু থেকে ট্রোলিং ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ভিকি জৈন। ঝড় ঝাপ্টা পেরিয়ে অবশেষে এক হয়েছেন তাঁরা। এভাবেই কাটাতে চান বাকি জীবনটাও।