
গত বছর ডিসেম্বরেই বিয়ে করেছিলেন অঙ্কিতা লোখন্ডে। এর পর থেকেই তাঁর মা হওয়া নিয়ে চলছিল নানা জল্পনা। মাস খানেক আগেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন তীব্র হয়ে ওঠে। অঙ্কিতাও তখন চুপ ছিলেন। ফলে গুঞ্জন ছড়িয়ে যায় আগুনের মতো। এবার এক রিয়ালিটি শোয়ে সঞ্চালক জয় ভানুশালী অঙ্কিতাকে ‘বেবি প্ল্যানিং’ নিয়ে প্রশ্ন করতেই তাঁর উত্তর, ‘আমি তো এখন বাচ্চা, নিজেই বাচ্চা’।
যে রিয়ালিটি শো’য়ে অতিথি হয়ে অঙ্কিতা গিয়েছিলেন তা মায়েদের শো। অর্থাৎ যে সব মহিলা মা হয়েছেন তাঁরাই সেই শো’য়ে অংশ নিতে পারেন। সেখানেই জয় তাঁকে জিজ্ঞাসা করেন, ‘অঙ্কিতা তুমি কবে মা হচ্ছ’। আর তখনওই অঙ্কিতার এই উত্তর। মজার ছলেই অঙ্কিতা এই কথা বলে থাকলেও ৪০ ছুঁইছুঁই অঙ্কিতার বাচ্চাদের গলা নকল করে এ হেন উত্তরে তাঁকে হতে হয়েছে ট্রোলও। তবে এখানেই শেষ নয়, ওই মঞ্চে সুশান্তের জন্য কেঁদে ফেলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ওই রিয়ালিটি শো’টিতে সুশান্তকে সম্মান জানানো হয়েছিল নাচের মাধ্যমে। সেখানে সুশান্তের ব্যাপারে বলতে গিয়ে অঙ্কিতা বলেন, ‘সুশান্ত আমার সব কিছু ছিল।’ এরপরেই কান্না বেরিয়ে আসে চোখ থেকে। যা দেখে নেটিজেনদের একটা বড় অংশ কটাক্ষ করে বলেছেন এ সবই প্রচারের আলোয় থাকার জন্যই অঙ্কিতার স্টান্ট।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যু পরবর্তী সময়ে পরিবারের পাশে দেখা গিয়েছিল অঙ্কিতাকেই। এমনকি সুশান্তের পরিবারের লোকেরাও অঙ্কিতার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সে সময়। অঙ্কিতার সঙ্গে সুশান্তের পরিবারের এই ঘনিষ্ঠতা নিয়েও অবশ্য উঠেছিল প্রশ্ন। এক বড় সংখ্যক জনগণের দাবি ছিল, সুশান্ত কাণ্ডে নাম কেনার জন্যই নাকি তাঁর পরিবারের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা দেখাচ্ছেন অঙ্কিতা।
সে সময় পাশে ছিলেন অঙ্কিতা স্বামী (তখন প্রেমিক) ভিকি জৈন। তখন যদিও তাঁদের বিয়ে হয়নি। এ প্রসঙ্গে পরবর্তীতে মুখ খুলেছিলেন ভিকি। বলেছিলেন, “সুশান্তের মৃত্যুই আমাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। সম্পর্কে এমন একটা মোড় শুধু আমাদের হতবাক করেনি কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকেই। এমন একটা ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।” ভিকি যোগ করেছিলেন, “অনেক মানুষ সে সময় অঙ্কিতাকে ভুল বুঝেছিলেন। ওর যা কর্তব্য ও তো তাই করেছিল। যা দায়িত্ব তাই পালন করেছিল। আর ওর এই সততার জন্যই আমি সব সময় ওর পাশে থেকেছি।”