Ankita-Lokhande: বিগ বস কাজিয়া; স্বামী ভিকিকে চটি ছুড়ে মারলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা
Vicky Jain: চলতি বিগ বস ১৭তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। অংশ নেওয়া মাত্রই তাঁদের রসায়নে পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছে নেটমহল। নিত্যদিন বিগ বসের বাড়িতে ঝামেলা লেগেই রয়েছে ভিকি-অঙ্কিতার। এবার অশান্তি চরমে পৌঁছেছে। কী হয়েছে জানেন?

চলতি বিগ বস ১৭তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। অংশ নেওয়া মাত্রই তাঁদের রসায়নে পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছে নেটমহল। নিত্যদিন বিগ বসের বাড়িতে ঝামেলা লেগেই রয়েছে ভিকি-অঙ্কিতার। এবার অশান্তি চরমে পৌঁছেছে। কী হয়েছে জানেন?
ভিকিকে চটি ছুড়ে মেরেছেন অঙ্কিতা। কারণ, তিনি ধরে ফেলেছেন ভিকির মিথ্যা। বিগ বসের অন্যান্য হাউজ় মেটসদের সামনে নাকি ‘মিথ্যা’ কথা বলছিলেন ভিকি। প্রতিযোগী মুনাওয়ার ফারুকি ভিকিকে প্রশ্ন করেছিলেন, ইশা মালবিয়া এবং অন্যদের সঙ্গে তিনি খাবার ভাগ করে খেয়েছেন কি না। ঘটনাচক্রে, ভিকি ‘দিমাগ কা ঘর’-এর সদস্য এবং ইশা ‘দিল কা ঘর’-এর। ফারুকির এই প্রশ্ন শোনার পর ইশা জানিয়েছিলেন, ‘দম কা ঘর’-এর সদস্য খানজ়াদিই প্রথম ‘দিমাগ কা ঘর’-এর সদস্যদের খাবার খেয়েছিলেন। এমনটা শোনার পর, ভিকি এবং খানজ়াদি ইশার অভিযোগকে নস্যাৎ করা চেষ্টা করতে থাকেন।
যখন ভিকি এবং খানজ়াদি তাঁদের উপর ওঠা অভিযোগকে নস্যাৎ করছিলেন, সেই সময় অঙ্কিতা এসে হাজির হন এবং জানান খানজ়াদিকে ‘দিমাগ কা ঘর’-এর সদস্যদের খাবার খেতে দেখেছেন। অঙ্কিতাকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে দেখে এবং তাঁর বিরুদ্ধাচারণ করতে দেখে ভিকি তাঁকে পিছন থেকে আক্রমণ করেন। তাঁকে টানতে-টানতে নিয়ে যান। স্বামীর হাতে আচমকা আক্রান্ত হয়ে তাঁকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেন অঙ্কিতাও। সেই সময় ভিকি অঙ্কিতাকে পিছন থেকে ধরে তাঁর হাত আটকে দেন। নিজেকে কোনও মতে ছাড়িয়ে ভিকির পিছনে ধাওয়া করতে থাকেন অঙ্কিতা। তিনি থামেন না। পা থেকে চটি খুলে নিয়ে স্বামীর দিকে নিক্ষেপ করেন অভিনেত্রী।
