‘পবিত্র রিস্তা’র ধারাবাহিক থেকেই প্রেম শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের। বেশ কয়েক বছর চলেছিল সেই প্রেম। এমনকি ঠিক ছিল বিয়েও করবেন তাঁরা। তবে হঠাৎ করেই উথালপাথাল। ভেঙে যায় তাঁদের সম্পর্ক। কেন ভেঙেছিল, কী ছিল নেপথ্যে, সে সব নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল বরাবরই। অঙ্কিতা এ নিয়ে কোনওদিনই সেভাবে মুখ খোলেননি। তবে বিগবস হাউজে এসে বদলে গেল সব। জীবনে যা কোনওদিন কাউকে বলেননি, সেই অতি গোপন কথা সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অঙ্কিতা। কী ঘটেছিল সে রাতে? অঙ্কিতা জানান, রাতারাতি তাঁর জীবন থেকে গায়েব হয়ে যান সুশান্ত। কেন বিচ্ছেদ করতে চাইছেন, কী কারণ, এ সব কিছুই বলেননি তাঁকে। অঙ্কিতার কথায়, “এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সাফল্য পাচ্ছিল তাই ওকে কুমন্ত্রণা দিচ্ছিল। আমার জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে যায় সুশান্ত।”
অঙ্কিতা জানান, পরবর্তীতেও বিচ্ছেদের কারণ নিয়ে কখনও অঙ্কিতাকে কোনও সদুত্তর দেননি সুশান্ত সিং রাজপুত। তবে অঙ্কিতা জানান, সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ভেঙে পড়েছিলেন। সব কিছু শূন্য লাগছিল তাঁর। পরবর্তী সম্পর্কে জড়াতে অনেক সময় লেগেছিল তাঁর। তবে আবারও প্রেমে পড়েন তিনি। সেই প্রেমিকই এখন তাঁর স্বামী, নাম ভিকি জৈন।
বিগবসের বাড়িতে অঙ্কিতা ও ভিকি দু’জনে একসঙ্গে গিয়েছেন। যদিও সেখানে যাওয়ার পর অঙ্কিতার প্রতি ভিকির ব্যবহার দেখে নেটিজেনদের একটা বড় অংশ উগরে দিচ্ছেন ক্ষোভ। তাঁদের দাবি, ভিকি অঙ্কিতার সঙ্গে যেভাবে ব্যবহার করেন, তা মোটেও সমীচীন নয়। এমনকি এক ভাইরাল ক্লিপে অঙ্কিতাকে উদ্দেশ্য করে ভিকিকে বলতে শোনা গিয়েছে, “সারাজীবন তো কিছুই দিলি না, অন্তত এবার একটু শান্তি দে।” ভিকি ও অঙ্কিতার বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়েও তাই বেজায় চিন্তিত লোখন্ডে ফ্যানেরা।