Sushant-Ankita: সুশান্তের সব ছবি ছিঁড়ে দেয় মা, হাউহাউ করে কাঁদছিলাম: অঙ্কিতা লোখন্ডে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 15, 2023 | 9:02 PM

Sushant-Ankita: দুর্ধর্ষ প্রেম ছিল তাঁদের, সবাই ভেবেই নিয়েছিল এই সম্পর্ক টিকে যাবে। কিন্তু কোথা থেকে কী যে হল! ভেঙে যায় অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক। অঙ্কিতা জানান, সম্পর্ক ভেঙে দেন সুশান্তই। হঠাৎই নাকি একদিন কাউকে কিছু না জানিয়ে 'ভ্যানিস' হয়ে যান অঙ্কিতার জীবন থেকে।

Sushant-Ankita: সুশান্তের সব ছবি ছিঁড়ে দেয় মা, হাউহাউ করে কাঁদছিলাম: অঙ্কিতা লোখন্ডে
সুশান্ত-অঙ্কিতা।

Follow Us

দুর্ধর্ষ প্রেম ছিল তাঁদের, সবাই ভেবেই নিয়েছিল এই সম্পর্ক টিকে যাবে। কিন্তু কোথা থেকে কী যে হল! ভেঙে যায় অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক। অঙ্কিতা জানান, সম্পর্ক ভেঙে দেন সুশান্তই। হঠাৎই নাকি একদিন কাউকে কিছু না জানিয়ে ‘ভ্যানিস’ হয়ে যান অঙ্কিতার জীবন থেকে। তবে বিচ্ছেদের আড়াই বছর পরেও সুশান্তকে মন থেকে ভুলতে পারেননি অঙ্কিতা। বাধ্য হয় করতে হয় এক বড় পদক্ষেপ। কী সেটি? এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন অঙ্কিতা।

তাঁর কথায়, “দিনটা ছিল ৩১ জানুয়ারি। তখনও আমার সারা ঘরে সুশান্ত ও আমার ছবি। মা’কে বলি ছবিগুলো সরিয়ে দিতে। যতক্ষণ ও থাকবে অন্য কাউকেই জীবনে জায়গা দিতে পারব না আমি। মা ছবিগুলো সরাচ্ছিল। একটার পর একটা ছিঁড়ে দিচ্ছিল। আর আমি হাউহাউ করে কাঁদছিলাম। ব্যস, ওটাই ছিল আমার সব শেষের শেষদিন। এর পায় ছয় মাস পর ভিকি আমার জীবনে আসে। আর ২০২১ সালে আমরা বিয়ে করি।”

শোনা যায়, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সহঅভিনেত্রীর সঙ্গে বেড়েছিল ঘনিষ্ঠতা। তাঁর তখন কেরিয়ার তুঙ্গে। ওদিকে অঙ্কিতা চাইছিলেন বিয়ে করতে। কিন্তু সুশান্ত কেরিয়ারকেই বেছে নিয়েছিলেন। অঙ্কিতার দাবি, হঠাৎই একদিন ব্রেকআপের কারণ না জানিয়েই চলে গিয়েছিলেন সুশান্ত। কেন গিয়েছিলেন তা আজও অজানা। সুশান্ত আজ নেই। ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে গেছে অনেক না পাওয়া প্রশ্নের উত্তর। হারিয়ে গিয়েছেন সেই সব দিনের না ভোলা কিছু ঘটনার স্মৃতিও।

Next Article