সুশান্ত সিং রাজপুত, যাঁর প্রয়াণের খবর প্রতিটা পদে পদে কাঁদিয়ে তোলে ভক্তদের। অনেকেই এক কথায় বিশ্বাস করে উঠতে পারেননি, আদপে এমনটা ঘটেছে। কেউ মেনে নিতে পারেননি, এমনটাও সম্ভব? দেখতে দেখতে কেটে গিয়েছে ২ টো বছর। সুশান্ত সিং রাজপুত আর নিয়ে। তবে রয়ে গিয়েছে তাঁকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন, রয়েছে রহস্য, রয়েছে কৌতুহল, রয়েছে বহু জল্পনা। যার উত্তর কারও কাছেই হয়তো এখনও স্পষ্ট নয়। এমনই সময় তাঁর একদা প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে সুশান্তকে নিয়ে প্রকাশ্যে সরব হলেন। জানিয়ে দিলেন, তাঁর প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বলতে কোনও বাধা নিয়ে। তিনি কখনও কিন্তু বোধ করেন না। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক দীর্ঘ দিনের। শুটিং সেটেই তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন। স্থির করেছিলেন ঘর বাঁধবেন।
সে স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে সুশান্তে তার জন্য আজও দোষ দেন না অঙ্কিতা। বর্তমানে তিনি বিবাহিত। স্বামী ভিকি জৈনের সঙ্গে বিগ বস রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হয়ে গিয়েছেন। সেখানেই নানান প্রসঙ্গের মাঝে অঙ্কিতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুললেন। জানালেন, তাঁকে নিয়ে কথা বলতে তাঁর কোনও আপত্তি নেই। সুশান্ত সিং রাজপুত আমার পরিবার। সুশান্তের বিষয় এক বড় সত্যি সামনে আনলেন এদিন অঙ্কিতা। জানিয়ে দিলেন, সুশান্ত সিং রাজপুতের সব থেকে বড় দুর্বলতার কথা। লোকে তাঁকে নিয়ে কী বলে, তাঁকে নিয়ে কী চর্চা হচ্ছে, তা গভীরভাবে প্রভাব ফেলত সুশান্ত সিং রাজপুতের মনে। তিনি যে বেজায় আবেগঘন ছিলেন, তা কারও অজানা নয়। তবে অঙ্কিতার এই কথায়, তা আরও গভীরভাবে স্পষ্ট হয়ে গেল। কারণ তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্কের সমীকরণ ছিল বেশ গভীর। সম্পর্কে থাকার সত্ত্বেও যখন সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়ে ছিলেন, তখন তিনি দাবি করেছিলেন, তিনি সুশান্তের বিধবা।