AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss 17: অঙ্কিতা-ভিকিকে ‘বিগ বস’ থেকে বার করে দেওয়ার হুমকি? কোন অপরাধে চটলেন সলমন

Bigg Boss: আগামী পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। যেখানে দেখা গেল ভিকি জৈনের সঙ্গে রীতিমত রেগে গিয়ে কথা বলতে সলমন খানকে। প্রোমোতে স্পষ্ট দেখা গেল সলমন খান ভিকিকে প্রশ্ন করছেন, তিনি ফোনে কারও সঙ্গে অর্থাৎ কোনও প্রতিযোগীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন কি না।

Bigg Boss 17: অঙ্কিতা-ভিকিকে 'বিগ বস' থেকে বার করে দেওয়ার হুমকি? কোন অপরাধে চটলেন সলমন
Bigg Boss 17:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 6:30 PM
Share

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন, বিগ বস-এর চলতি সিজ়নের দুই অন্যতম প্রতিযোগী। যাঁদের নিয়ে প্রথম থেকেই চর্চা তুঙ্গে। বলিউডের অন্যতম লাভবার্ড বলে দর্শকেরা চিনতেন যাঁদের, তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণটা যে মোটেও সুবিধের নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তা নিয়ে চর্চাও তুঙ্গে। তবে এবার তাঁরা এমন কী করে বসলেন যার জন্য তাঁদের শো থেকে বাদ দেওয়ার কথাও তুলতে হল সঞ্চালক সলমন খানকে? সম্প্রতি আগামী পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। যেখানে দেখা গেল ভিকি জৈনের সঙ্গে রীতিমত রেগে গিয়ে কথা বলতে সলমন খানকে। প্রোমোতে স্পষ্ট দেখা গেল সলমন খান ভিকিকে প্রশ্ন করছেন, তিনি ফোনে কারও সঙ্গে অর্থাৎ কোনও প্রতিযোগীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন কি না।

সলমন খানের প্রশ্ন এড়িয়ে না গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন ভিকি তিনি যোগাযোগ করেছেন। নীল ভাটকে তিনি ফোন করেছিলেন দুই দিন আগে। এই বিষয় অঙ্কিতা কিছু জানতেন কি না, সলমন সেই প্রশ্ন করতে তিনি বললেন, তিনি জেনেছেন অনেকটাই পরে। এরপরই সলমন খান কড়া ভাষায় জানান, যে চুক্তিপত্র তোমরা স্বাক্ষর করেছিলে, সেখানে সমস্ত শর্তাবলির উল্লেখ ছিল। তোমাদের মধ্যে কতজন সেই শর্তগুলোকে সম্মান দিয়েছ? এই ঘরে প্রবেশ করার আগে কে কার সঙ্গে কথা বলেছেন? তারপরই ভিকি সকলের সামনে জানিয়ে দেন তিনি নীলের সঙ্গে কথা বলেছেন, দুই দিন আগে।

এরপরই সলমন খান স্পষ্ট জানিয়ে দেন যে ভায়াকম ১৮-এর পূর্ণ অধিকার হয়েছে এই অপরাধে তাঁদের ঘর থেকে বার করে দেওয়ার। এরপরই সকলেই চমকে ওঠেন। যদিও সলমন খান ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন তা বোঝা যাবে আগামী পর্বে।