Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita-Vicky: রিয়্যালিটি শো মানে অপমান নয়, ভিকি-অঙ্কিতাকে দেখে সরব দেবলীনা

Bigg Boss: স্ত্রী বা স্বামীকে ছোট করা কখনও-ই একটি খেলার অংশ হয়ে উঠতে পারে না। সোশ্যাল মিডিয়া কটাক্ষ করে এই পোস্ট দেবলীনা সামনে আনতেই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। সকলেই একযোগে সাপোর্ট করলেন দেবলীনাকে। ব্যক্তিগত সম্পর্কে সমীকরণ যেমনই হোক না কেন, প্রকাশ্যে ভিকির এভাবে অঙ্কিতাকে ছোট করা মোটেই কাম্য নয়।

Ankita-Vicky: রিয়্যালিটি শো মানে অপমান নয়, ভিকি-অঙ্কিতাকে দেখে সরব দেবলীনা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 8:00 PM

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন, একে অপরকে মন দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সুশান্ত সিং রাজপুতের একদা প্রেমিকা অঙ্কিতা সম্পর্ক থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে ভিকি জৈন তাঁর জীবনে আসার পরই নাকি সবটা পাল্টে গিয়েছিল। অতীতে বারবার এমনই দাবি করেছেন অঙ্কিতা। তবে বাস্তবে ছবিটা কি সত্যিই তেমন? সম্প্রতি বিগ বস সিজন ১৭-তে দেখা মিলল এই জুটির। কিন্তু সেখানেই ফ্রেমে ধরা পড়ল অন্য ছবি। তবে কি একে অপরের সঙ্গে ভাল নেই এই জুটি? এক একটি পর্বের ক্লিপিং ভাইরাল হতেই এমনই প্রশ্নের শোরগোল নেটপাড়া। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য এবার তাই সরাসরি নাম না করে ঠুকলেন ভিকি জৈনকে।

স্ত্রী বা স্বামীকে ছোট করা কখনও-ই একটি খেলার অংশ হয়ে উঠতে পারে না। সোশ্যাল মিডিয়া কটাক্ষ করে এই পোস্ট দেবলীনা সামনে আনতেই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। সকলেই একযোগে সাপোর্ট করলেন দেবলীনাকে। ব্যক্তিগত সম্পর্কে সমীকরণ যেমনই হোক না কেন, প্রকাশ্যে ভিকির এভাবে অঙ্কিতাকে ছোট করা মোটেই কাম্য নয়। কখনও ঠিকই বলছেন তিনি জীবনে তেমন কিছুই পাচ্ছেন না আবার কখনও বলছেন তিনি এবার একটু মানসিক শান্তি চান। সম্পর্কের এই সমীকরণ দেখে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তবে কি ভাল নেই জুটি? একে অপরের মধ্যে কি বাড়ছে দূরত্ব? তবে কি এই জুটির সম্পর্কে ভাঙ্গর ধরতে চলেছে? বিগ বস এর নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে নানা রকম চর্চা জায়গা করে নিচ্ছে দর্শকমহলে। যে জুটি একে অপরকে ভালবেসে এত মিষ্টি সুখের পোস্ট করে থাকতেন রাতদিন, তাঁদের অন্দরমহলের ছবিটি কি সত্যিই এমন? আর এই প্রশ্ন উস্কে যাওয়াই অপর শ্রেণির মত শো-এর স্বার্থে এমন আচরণ স্ক্রিপটেড নয় তো!