Ankita Lokhande: দেখতে দেখতে একমাস পার, প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণায় দগ্ধ অঙ্কিতা
Ankita Lokhande: সময় কারও জন্য থেমে থাকে না-- এ কথা যে কত শতাংশ সত্য তা যেন প্রতিদিনই টের পাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। বাবাকে হারানোর এক মাস যে কীভাবে কেটে গিয়েছে, তা যেন বুঝতেই পারছেন না তিনি।
সময় কারও জন্য থেমে থাকে না– এ কথা যে কত শতাংশ সত্য তা যেন প্রতিদিনই টের পাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। বাবাকে হারানোর এক মাস যে কীভাবে কেটে গিয়েছে, তা যেন বুঝতেই পারছেন না তিনি। বাবাহীন জীবনের এক বছর পার হতেই বাবাকে নিয়ে এক পোস্ট করেছেন। তাঁর বিয়ের দিনের ছবিটি। বাবা ও মায়ের মাঝে তিনি বসে আছেন। বাবা তাঁকে জাপটে ধরে আছেন। অঙ্কিতা লিখছেন, “বাবা আমি বিশ্বাসই করতে পারছি না, একমাস পার হয়ে গিয়েছে। তোমায় প্রতিটা মুহূর্ত কী যে মিস করি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। খুব ভালবাসি তোমায় বাবা। যতদিন না তোমার সঙ্গে দেখা হচ্ছে, প্লিজ তোমার খেয়াল রেখো।” গত ১২ অগস্ট প্রয়াত হন অঙ্কিতার বাবা শশীকান্ত লোখন্ডে। বাবার শেষযাত্রায় কাঁধ দিতে দেখা দিতে দেখা গিয়েছে অঙ্কিতা। পাশে ছিলেন স্বামী ভিকি জৈনও। ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখকেও দেখা গিয়েছিল তাঁর বাবার শেষযাত্রায়। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার শেষকৃত্যের যে কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাতে চরম কটাক্ষের মুখে পড়তে হয় অঙ্কিতার মা’কে। নেটিজেনদের দাবি ছিল, স্বামীর মৃত্যুতেও তাঁর মা নাকি ছিলেন ভাবলেশহীন। উঠেছিল হাসির অভিযোগও। যদিও সে সময় অঙ্কিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ভক্তরা।
বাবার খুব আদরের ছিলেন অঙ্কিতা। মাস কয়েক আগেও বাবা দিবসে একটি মিষ্টি পোস্ট করেন তিনি। লেখেন, “বাবাদিবসের অনেক শুভেচ্ছা আমার হিরো, আমার বাবা। তুমি যে আমার কাছে ঠিক কী, তা হয়তো কোনওদিন আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ওড়বার জন্য সব সময় আমার পাখার জোগান দিয়েছ তুমি। আমি যা হতে চেয়েছি, তাই হতে দিয়েছ আমায়। আজ আমি যা তা তোমার দেওয়া শক্তির জন্যই।”
View this post on Instagram