বলিউড ইন্ডাস্ট্রিতে নাচের জন্য বিখ্যাত যে সব তারকারা, তাঁদের মধ্যে অন্যতম গোবিন্দা। আবার টলিউডে যে সব তারকারা ভাল নাচেন বলে মনে করেন দর্শক, তাঁদের মধ্যে অন্যতম অঙ্কুশ। এই দুই নায়ককেই এখন রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখা যায়। গোবিন্দা বিচারকের দায়িত্ব পালন করেন। আর অঙ্কুশ সঞ্চালক। একসঙ্গে কাজ করতে গিয়েই গোবিন্দার সঙ্গে দারুণ সম্পর্কও তৈরি হয়েছে নায়কের। সদ্য সোশ্যাল ওয়ালে একটি ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। সেখানে গোবিন্দার সঙ্গে ডিনার করার প্রসঙ্গের উল্লেখ করেন তিনি।
অঙ্কুশের শেয়ার করা ছবিতে গোবিন্দা ছাড়াও ছিলেন তাঁর ছেলে যশবর্ধন আহুজা এবং অভিনেত্রী তথা অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন। TV9 বাংলাকে ঐন্দ্রিলা জানিয়েছেন, মুম্বইতে গোবিন্দার বাড়িতেই গিয়েছিলেন তাঁরা। সেখানে একসঙ্গে আড্ডা, ডিনার এনজয় করেছেন। আর গোবিন্দার মতো একজন শিল্পীর কাছ থেকে সব সময়ই শেখার রয়েছে বলে মনে করেন তিনি। শিল্পী সত্ত্বার বাইরেও এক অসাধারণ মানুষের সন্ধান পেয়েছেন তিনি। সোশ্যাল ওয়ালে তিনিও গোবিন্দার সঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন।
‘ডান্স বাংলা ডান্স’ একেবারে অন্য রকমের একটি শো উপহার দিচ্ছে দর্শককে। প্রতিযোগীদের পারফরম্যান্সে অভিনবত্ব রয়েছে। বিচারকের আসনে জিৎ, শুভশ্রী এবং গোবিন্দার উপস্থিতি এনজয় করছেন সকলে। সঞ্চালনার দায়িত্বে বিক্রম এবং অঙ্কুশের জুটিও পারফরম্যান্স অন্য স্তরে নিয়ে গিয়েছেন।
আরও পড়ুন, বলিউডের দ্বিতীয় ছবির জন্য তৈরি মুমতাজ, এ বার তিনি ক্রিকেটারের ভূমিকায়