AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নাকি ‘অশুভ জিনিস’! প্রেমিকাকে নিয়ে এ কেন বললেন অঙ্কুশ?

Ankush-Oindrila: অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের সম্পর্কের কথা কে না জানে? দু'জনের মধ্যে সমীকরণ বেশ ভাল।

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নাকি 'অশুভ জিনিস'! প্রেমিকাকে নিয়ে এ কেন বললেন অঙ্কুশ?
ঐন্দ্রিলা নাকি 'অশুভ জিনিস'! প্রেমিকাকে নিয়ে এ কী বললেন অঙ্কুশ
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 12:42 PM
Share

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের সম্পর্কের কথা কে না জানে? দু’জনের মধ্যে সমীকরণ বেশ ভাল। এই বছরে বিয়েও হওয়ার কথা দু’জনের। তবে এরই মধ্যে ঐন্দ্রিলাকে নিয়ে এ কী বললেন অঙ্কুশ! মজার ছলে গোটা ব্যাপারটা হলেও তা মোটেও ভাল ভাবে নিলেন না তাঁর অনুরাগীরা। এক নাচের রিয়ালিটি শো-য়ে এই মুহূর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কুশকে। তারই এক প্রোমো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, রিয়ালিটি শো’র এক প্রতিযোগীর সঙ্গে খোলাখুলি ‘ফ্লার্ট’ করছেন অঙ্কুশ। শো’র বিচারক শ্রাবন্তী তাঁকে মনে করিয়ে দেন, ব্যাকস্টেজে হাজির ঐন্দ্রিলা। আর অঙ্কুশকেও থতমত খেয়ে ওই প্রতিযোগীর উদ্দেশে বলতে শোনা যায়, “অল দ্য বেস্ট বাবু। অল দ্য বেস্ট। কিছু অশুভ জিনিস এসেছে আমি তাকে সামলাচ্ছি।” মজার ছলেই সবটা করেছেন অঙ্কুশ। কিন্তু প্রেমিকাকে জিনিস বলায় আপত্তি একাংশের। যদিও অনেকেরই পাল্টা বক্তব্য, এত বছরের সম্পর্ক, এটুকু খুনসুটি তো করাই যায়।

সম্পর্কে প্রায় এক যুগ পার করে ফেলেছেন ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। এই দীর্ঘ সম্পর্কে এসেছে নানা চড়াই উতরাই। প্রেম জীবনের সবটাই যে খুব মধুর ছিল এমনটা কিন্তু নয়। অঙ্কুশ মজার মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত হলেও তাঁর আরও এক পরিচিতি রয়েছে। তিনি নাকি বড় প্রেমিক। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও নাকি জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে। এ কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “যাই করি জীবনে তুমি ছিলে আছে থাকবে, মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দু-একবার ধরা পড়েছি।” কীভাবে ধরা পড়েন অঙ্কুশ?তাঁর পুরনো ফোন চেক করতে গিয়েই সব সত্যি সামনে চলে আসে।

প্রসঙ্গত, এপ্রিল মাসেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের ছবি ‘লাভ ম্যারেজ’। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে ওই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকাই। ওদিকে আবার এই বছরই বিয়ে করবেন তাঁরা। কিছুদিন আগেই এ কথা জানিয়েছেন খোদ অঙ্কুশ। চলতি বছরেই আইনি বিয়ে সেরে নেওয়ার ইচ্ছে দুজনেরই। যদিও সামাজিক বিয়ে হতে হতে সেই আগামী বছর।