Annwesha Hazra: অসুস্থ শরীর নিয়েও ভক্তের স্বপ্ন পূরণ অন্বেষার, আপ্লুত একাদশের ছাত্র

Annwesha Hazra: একাদশ শ্রেণীর এক ছাত্রের স্কুলের প্রজেক্ট ছিল প্রিয় অভিনেত্রীর সাক্ষাৎকার। ঘটনাচক্রে সেই ছাত্রের প্রিয় অভিনেত্রী অন্বেষা। বিগত বেশ কিছু দিন ধরে তাঁর শরীর খারাপ।

Annwesha Hazra: অসুস্থ শরীর নিয়েও ভক্তের স্বপ্ন পূরণ অন্বেষার, আপ্লুত একাদশের ছাত্র
অসুস্থ শরীর নিয়েও ভক্তের স্কুল প্রজেক্টে সাহায্য অন্বেষার

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 11, 2022 | 1:45 PM

প্রিয় তারকার জন্য ভক্তদের মাঝেমধ্যেই কত কী না করতে দেখা যায়। এই যেমন দিন কয়েক আগেই রক্ত দিয়ে সোনু সুদের ছবি এঁকে উপহার দিয়েছিলেন এক ভক্ত। বহু বহু মাইল পায়ে হেঁটে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার নিদর্শনও রয়েছে। কিন্তু শরীর খারাপ সত্ত্বেও শুধুমাত্র ভক্তের প্রয়োজনে সন কিছু উপেক্ষা করে তার কাছে ছুটে যাওয়ার ঘটনা নেহাতই বিরল। আর এরকমই এক বিরল ঘটনা ঘটিয়ে ফেলেছেন টেলিভিশনের পরিচিত মুখ, অন্বেষা হাজরা যাকে আপনারা ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ঊর্মি হিসেবেই চিনে এসেছেন এযাবৎ। কী করেছেন তিনি?

একাদশ শ্রেণীর এক ছাত্রের স্কুলের প্রজেক্ট ছিল প্রিয় অভিনেত্রীর সাক্ষাৎকার। ঘটনাচক্রে সেই ছাত্রের প্রিয় অভিনেত্রী অন্বেষা। বিগত বেশ কিছু দিন ধরে তাঁর শরীর খারাপ। একই সঙ্গে কাজের চাপ তো রয়েছেই। তবে এ সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র ছাত্রের প্রয়োজন মেটাতে ধৈর্য ধরে সাক্ষাৎকার তো দিয়েইছেন একই সঙ্গে তাঁর ব্যবহারও মুগ্ধ করেছে সেই ছাত্রকে। চাইলেই তিনি না দিতে পারতেন, কোনও মিডিয়া ইন্টারভিউ নয়, তবু ছাত্রের দরকারের কাছে অসুস্থ শরীরও হার মেনেছে। ছাত্রটি লিখেছেন, “যে মানুষ টা নিজের শারীরিক অসুস্থতার জন্য মাথা তুলতে পারছে না , যার কিনা খুব কষ্ট হচ্ছে সেই মানুষটাই আমার দরকারে পাশে এসে দাঁড়িয়েছে নিজের শতকষ্টের মধ্যেও।” আবগে আপ্লুত ওই কিশোর না থেমে আরও লেখে, “তোমাকে সামনাসামনি প্রণাম করার সুযোগ পাই নি। তবে পরেরবার আবার যেদিন দেখা হবে সেদিনের জন্য প্রণাম টা তুলে রাখলাম।” যদিও অন্বেষা বিনয়ী। পাল্টা উত্তরে তিনি লিখেছেন, “নানা আমি যথেষ্ট দোষে ভরা একজন মানুষ। তবে ধন্যবাদ জানতে হলে স্বর্ণ স্যারকে (স্বর্ণেন্দু সমাদ্দার, পরিচালক) জানিও। উনি পারমিশন দিয়েছিলেন বলেই আমি তোমার কাজে সাহায্য করতে পেরেছিলাম।”

টিআরপির নিরিখে ‘আমাদের এই পথ…’ হিট নয়। মাঝেমধ্যেই প্রথম দশে জায়গা করে নিতেও ব্যর্থ হয় ওই ধারাবাহিক। তবে ঊর্মি ওরফে অন্বেষা অভিনয় বরাবরই দর্শকের বড় প্রিয়। একই সঙ্গে তাঁর ব্যবহারও যে বরাবরই মিষ্টি এ কথা স্বীকার করে নেন নিন্দুকেরাও।