অন্বেষা হাজরা– টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে। এবার এক ঘটনা নিয়ে বেশ বিরক্ত তিনি। শুধু বিরক্তই নন রেগে গেলেন নায়িকা। ইনস্টাগ্রামে এক প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন অন্বেষা। স্ক্রিনশটটি আদপে এক নকল প্রোফাইলের। কোনও অসাধু ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে ওই প্রোফাইল খুলেছেন। সাবধান করে অন্বেষা লিখেছেন, “আমি নই, দয়া করে কেউ আমি ভেবে কথা বলবেন না।” ওই প্রোফাইলে অনুরাগীর সংখ্যাও কিন্তু কম নয়। প্রায় ১৬ হাজার অনুরাগী রয়েছে। আর সে কারণেই ছড়িয়েছে বিভ্রান্তি। এই কাজে ক্ষুব্ধ অনুরাগীরা। তাঁরা যদিও ওই প্রোফাইলটিকে ব্লক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নায়িকা। প্রসঙ্গত, টলি টাউনে অন্বেষার ধারাবাহিক গত দু’সপ্তাহে বেশ ভালই ফল করেছে। জায়গা পেয়েছে প্রথম দশেও। এই মুহূর্তে তাঁর ধারাবাহিকে নতুন টুইস্ট। আর সেই টুইস্টই পছন্দ হয়ে দর্শকদের, টিআরপি তালিকা কিন্তু বলছে তেমনটাই।
ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, সেখানে তাঁর কোনও শত্রু নেই। খোলা মনের তিনি। ভালবাসেন সবটা দিয়ে। আর সেই কারণে ভালবাসাও পান দ্বিগুণ। এই যেমন মিশমি রায়। অন্বেষার সঙ্গে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-এ দেখা গিয়েছিল তাঁকে। তিনি ও কিন্তু অন্বেষাকে নিয়ে উচ্ছ্বসিত। বেশ কিছু সময় আগে তাঁকে নিয়ে জানিয়েছিলেন ভালবাসার কথা। লিখেছিলেন, “জীবনে আমরা এমন কিছু মানুষকে খুঁজে পাই যাদের সঙ্গে রোজ কথা বলতে লাগে না, কিন্তু এক মাসে পাঁচ মিনিট কথা বললে এমন কথা হয় যে মন ছুঁয়ে যায়, অন্বেষা আমার জীবনে এমন এক মানুষ, আমাকে ইন্সপায়ার করে, আমাকে মোটিভেট করে, ভাল করার জন্য, ভাল থাকার জন্য। তুই খুব ভাল থাক এবং অনেক অনেক বড় হয়ে ওঠ। অনেক ভালবাসা।’