কখনও ফাঁকা ফ্লাইটে আবার কখনও বা ১৩০০০ হাজার ফুট উচ্চতায়– কাঁচা বাদাম নিয়ে বিশ্বের উন্মাদনা বেড়েই চলেছে। বঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখনও শোনেননি এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। টলিউড থেকে বলিউড সর্বত্রই তারকাদের মহলে সাড়া ফেলেছে এই গান। একাধিক সেলিব্রিটি এই গানের সঙ্গে নেচে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে রিলস বানিয়ে ফেলেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন বলিপাড়ার শ্রীময়ী ওরফে রূপালী গঙ্গোপাধ্যায়।
গানটি বাংলায়, আর রূপালীও বাঙালি। রিল শেয়ার করে সেই কথাই লিখেছেন খোদ অভিনেত্রীও। লিখেছেন, “যখনই বাংলা গান শুনি, তখনই আমার মধ্যে বাঙালি কেমন জেগে ওঠে, আমার ভাইপোর সঙ্গে মজায় মেতেছি।” রূপালীর নাচ পছন্দও করেছেন দর্শক।
বলিউডের শ্রীময়ীর নাম ‘অনুপমা’। হিন্দি ধারাবাহিকের টিআরপি’র নিরিখে অন্যতম সফল ধারাবাহিক এটি। ধারাবাহিকের সাফল্যের পর পারিশ্রমিকও নাকি এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন রূপালী, সম্প্রতি এই খবরও সামনে এসেছিল। বাংলায় শ্রীময়ী শেষ হয়ে গেলেও অনুপমা জ্বরে এখনও মজে বলিউড। এরই মধ্যে শ্রীময়ী থুড়ি অনুপমা থুড়ি রূপালীর এই নাচ যে বারতি মাত্রা যোগ করেছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
ব্যক্তিগত জীবনে ২০১৩-এ অশ্বিনকে বিয়ে করেন রূপালি। ২০১৫-এ তাঁদের একমাত্র সন্তান রুদ্রাংশের জন্ম হয়। সন্তানের জন্মের পর সংসার, সন্তান ছিল তাঁর প্রায়োরিটি। ছেলে একটু বড় হওয়ার পর ফের কাজে ফেরার সিদ্ধান্ত নেন রূপালি। সাত বছর পরে ‘অনুপমা’ই রূপালির কামব্যাক শো।