Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dibyojyoti Dutta: বাবা হলেন ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্ত; একটি নয়, যমজ কন্যা সন্তান হয়েছে তাঁর…

Bengali Serial: দুই কন্যা সন্তান এবং তাদের মা সুস্থ আছেন।

Dibyojyoti Dutta: বাবা হলেন 'সূর্য' দিব্যজ্যোতি দত্ত; একটি নয়, যমজ কন্যা সন্তান হয়েছে তাঁর...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 9:40 PM

বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় দুই নম্বরে আছে ‘অনুরাগের ছোঁয়া’। দীপা (স্বস্তিকা ঘোষ) এবং সূর্যর (দিব্যজ্যোতি দত্ত) মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দীপার গর্ভের সন্তান সূর্যর নয়, এমনটা সূর্যকে বুঝিয়েছে তারই বন্ধু মিশকা। মিশকাই এখন সিরিয়ালের প্রধান খলচরিত্রে। মিশকাকে বিশ্বাস করে দীপাকে দূরে সরিয়ে রেখেছে সূর্য। এদিকে অনেক কষ্টে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছে দীপা। একটি নয়, দুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। সূর্যের ফুটফুটে দুটি কন্যা সন্তান জন্মেছে।

এর পর কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? প্রোমো বলছে অন্য কথা। হাসপাতালে দেখা যাচ্ছে, দীপার শাশুড়ি, অর্থাৎ সূর্যর মা লাবণ্য (রূপাঞ্জনা মিত্র) তাঁর স্বামীকে (দেবদূত ঘোষ) বলছে, দীপার যে যজম কন্যা সন্তান হয়েছে, তা সে জানে না। এদিকে সূর্যর এই সন্তানদের নিজের মানতে অস্বীকার করছে সে। সেনগুপ্ত পরিবারের দুই সন্তানকে কীভাবে দূরে ঠেলে দেবে লাবণ্য? সে চাইছে, একজনকে যদি লুকিয়ে নিজের কাছে নিয়ে রাখে! এই কাজে সে তার স্বামীর সঙ্গ চাইছে।

শেষমেশ কী হবে? দীপা-সূর্যর একটি সন্তান সেনগুপ্ত পরিবারের যত্নে মানুষ হতে পারবে? মিশকার চালাকি কি ধরে ফেলতে পারবে সূর্য? সে কি দীপাকে ফের বিশ্বাস করতে শুরু করবে, মেনে নেবে কি নিজের সন্তানকে? কী ঘটবে…? টানটান উত্তেজনার মুখে ‘অনুরাগের ছোঁয়া’।