অপরাজিতা আঢ্য, টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। যাঁর একের পর এক ধারাবাহিক থেকে শুরু করে ছবি দর্শক মনে বারবার জায়গা করে নিয়েছে। বর্তমানে তিনি তাঁর নতুন ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি সঞ্চালনার কাজও করছেন তিনি। খোলা মনের মানুষ অপরাজিতা, সকলকে খুব সহজে আপন করে নিতে পারেন। তাঁর প্রাণ খোলা হাসি যেন বারবার দর্শকদের মন জয় করে। মাঝে মধ্যে নানান বিষয় তিনি উপদেশ দিয়ে থাকেন। কিছু তাঁর জীবন থেকে নেওয়া শিক্ষা, কিছু তাঁর বিশেষ উপলব্ধি। এবার ঘরে ঘরে জি বাংলা রিয়্যালিটি শোয়ে দেখা গেল অপরাজিতা আঢ্যকে সংসার জীবন নিয়ে মুখ খুলতে। সংসারে মতবিরোধ? বচসা নয়, বরং মানিয়ে নেওয়াতেই লুকিয়ে রয়েছে সমাধান।
কী বললেন অপরাজিতা?
আমি একটা অভিনয় করছি। পরিচালক একরকম ভেবে রেখেছে সিনেমাটাকে নিয়ে, কেমন হবে সেটা। এবার আমি যদি ভাবি আমার মত হবে সিনেমাটা, তাহল তো আমি ঠিক করে অভিনয়টাই করে উঠতে পারব না। তাই না, সুতরাং জীবনটাও ঠিক সেরকম। তুমি একটা জিনিস পেয়েছ, তবে সেটা নিয়ে যদি তুমি বিরাট আশা করতে থাক, তাহলে তো কিছুই হবে না। আবারও সেই গড্ডালিকা প্রবাহে চলে যাবে। একদম না। তোমাকে দু’জনেরটাই বুঝতে হবে। ঠিক তুমি কথা দিলে আর ঝগরা নয়।
এরপর তিনি আবারও প্রশ্ন করেন, ‘তুমি আর ঝগরা করবে না তো?’ অপরাজিতার কথা শুনে মুগ্ধ হয়ে তিনি উত্তরে জানান ‘না’। অপরাজিতার এই ক্লিপিং ছড়িয়ে পড়তেই তা দর্শকদের নজরে জায়গা করে নেয়। সকলেই এক বাক্যে প্রশংসা করলেন স্টারের।