AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparajita Adhya: ‘জন্মদাত্রী আমায় নিয়ে খুবই অসুখী ছিলেন…’, অপরাজিতা মুখে কেন এমন কথা?

Aparajita Adhya: আজ মায়েদের দিন। আলাদা করে মায়েদের দিন বলে কিছু হয় নাকি এ নিয়ে যুক্তি তর্ক বিতর্কের মাঝেই সকাল থেকে সাধারণ থেকে নেটিজেনদের শুভেচ্ছায় প্লাবিত সোশ্যাল মিডিয়া। মা ও শাশুড়ি মা'কে শুভেচ্ছা জানিয়েছেন অপরাজিতা আঢ্য।

Aparajita Adhya: 'জন্মদাত্রী আমায় নিয়ে খুবই অসুখী ছিলেন...', অপরাজিতা মুখে কেন এমন কথা?
অপরাজিতা আঢ্য।
| Edited By: | Updated on: May 14, 2023 | 8:01 PM
Share

আজ মায়েদের দিন। আলাদা করে মায়েদের দিন বলে কিছু হয় নাকি এ নিয়ে যুক্তি তর্ক বিতর্কের মাঝেই সকাল থেকে সাধারণ থেকে নেটিজেনদের শুভেচ্ছায় প্লাবিত সোশ্যাল মিডিয়া। মা ও শাশুড়ি মা’কে শুভেচ্ছা জানিয়েছেন অপরাজিতা আঢ্য। তবে শুভেচ্ছা জানাতে গিয়েই তিনি যা বললেন তা পড়ে কিছুটা অবাক নেটিজেন। দুই মায়ের কে কীরকম সেই বিবরণই তুলে ধরেছেন অপরাজিতা। তিনি লেখেন, “আমার দুই মা। দেবকী আর যশোদা… দেবকী গত ২৭ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন। তিনি আমার জন্মদাত্রী। আর যশোদা আমার পালন করেছেন আমার শাশুড়ি মা। জন্মদাত্রী খুবই অসুখী ছিলেন আমায় নিয়ে, ভাবতেন আমি যা করি ভুল করি। আর পালন কর্ত্রী আমি ভুল করলেও বলেন আমি ঠিক করেছি।” অপরাজিতা আরও লেখেন, “আন্তর্জাতিক মাতৃদিবসে আমার দুই মা’কে জানাই সশ্রদ্ধ প্রণাম, অনেক আদর তোমাদের দু’জনকেই।” এরপরেই নেটিজেনদের প্রশ্ন, “কেন এমনটা বললেন অপরাজিতা? কেন তাঁকে নিয়ে অসুখী ছিলেন তাঁর মা?” কড়া শাসনে বড় হয়ে উঠেছেন অপরাজিতা। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা’র শাসনেই তাঁর বেড়ে ওঠা। বরাবরই অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে অনেক কিছুর উপরেই সেই নিষেধাজ্ঞা ছিল তাঁর মায়ের। খুব ছোট বয়সে ভালবেসে বিয়ে করেন। নিজের হাতেও করে শাশুড়ি গড়েছেন তাঁকে। দিয়েছেন ভালবাসা। তাই জন্মদাত্রী মা’কে দেবকীর সঙ্গে তুলনা করলেও অপরাজিতার কাছে তাঁর শাশুড়ি মা-ই যশোদা। তবে এই দুই মা’কে শুভেচ্ছা জানাতে গিয়ে একটা ছোট্ট ভুলও করে ফেলেছিলেন তিনি। যদিও পরমুহূর্তেই তিনি তা শুধরে দেন। ভুলবশত মাতৃদিবসের জায়গায় লিখে ফেলেন নারীদিবস। নেটিজেনরা ভুল ধরতেই পরিবর্তন হয়ে যায় তাঁর ছবির ক্যাপশনের।

গত ফেব্রুয়ারিতেই চলে যান অভিনেত্রীর জন্মদাত্রী মা। কিছু দিন ধরেই অসুস্থতা গ্রাস করেছিল তাঁকে। দেখভাল করছিলেন অপরাজিতা নিজেই। কিন্তু না, শেষরক্ষা হয়নি। মা’কে ফেরাতে পারেননি তিনি। কীভাবে মৃত্যু হয় তাঁর? টিভিনাইন বাংলাকে অপরাজিতা বলেছিলেন, “বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল মা। শরীরটা কিছুতেই ভাল যাচ্ছিল না। সকালে আমি অ্যাডের শুটে যাব বলে বের হচ্ছি তখন ও বাড়ি থেকে ফোন আসে (বাপের বাড়ি)। জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। সকালে হঠাৎই অক্সিজেন ওঠা নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যতে নেমে যায়। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ”। আপাতত ‘যশোদা’কে আঁকড়েই তাঁর জীবন। অভিনেত্রীর শাশুড়ি মা-ও তাঁকে ভালবাসা ফিরিয়ে  দিয়েছেন দু’হাত ভরে।